Petrol-Diesel under GST: দাম কমতে চলেছে পেট্রোল ও ডিজেলের! ১৭ সেপ্টেম্বর নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত

Last Updated:

পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র (Petrol-Diesel under GST)আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার ৷

#নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Prices Hike) আকাশছোঁয়া দাম থেকে শীঘ্রই মিলতে পারে স্বস্তি ৷ পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র (Petrol-Diesel under GST)আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার ৷ এর জেরে কিছুটা হলেও সুরাহা হবে সাধারন মানুষের বলে মনে করা হচ্ছে ৷ গত কয়েক মাসে হু হু করে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের একাধিক শহরে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে বাজারের অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও অনেকটাই বেড়ে গিয়েছে ৷
জানা গিয়েছে, মন্ত্রিপরিষদের একটি সমিতি পেট্রোলিয়াম পণ্যের উপর জিএসটি লাগানোর উপর আলোচনা করবে। এর জেরে কনজিউমার প্রাইস (Consumers Prices) ও সরকারি রাজস্বে বড় বদল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (FM Nirmala Sitharaman on petrol and diesel )নেতৃত্বে মন্ত্রিপরিষদের এই বৈঠক ১৭ সেপ্টেম্বর পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র (Petrol-Diesel under GST)আওতায় আনার প্রস্তাব নিয়ে আলোচনা হবে ৷
advertisement
advertisement
জিএসটি সিস্টেমে যে কোনও বদলের জন্য প্যানেলের তিন-চতুর্থ সদস্যের অনুমোদনের দরকার লাগে ৷ এখানে সমস্ত রাজ্যের প্রতিনিধি সামিল থাকবে ৷ তবে এর মধ্যে অনেকেই পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনার বিষয়ে বিরোধিতা করেছেন ৷ তাদের মতে এর জেরে রাজ্য যে প্রোডাক্ট অর্থাৎ পেট্রোলিয়াম প্রোডাক্ট থেকে বড় অঙ্কের রাজস্ব পেয়ে থাকে সেটা আর পাবে না, বরং সেটা কেন্দ্রের হাতে তুলে দেওয়া হবে ৷
advertisement
পেট্রোল ও ডিজেলকে (Petrol-Diesel under GST) জিএসটি-র আওতায় আনলে জ্বালানির দাম কমাতে সুবিধা হবে কেন্দ্র সরকারের ৷ জিএসটির অধীনে সর্বোচ্চ করের হার ২৮%। পেট্রল-ডিজেলের খুচরো দরের দুই-তৃতীয়াংশ দিতে হয় শুল্ক-সেস-ভ্যাট বাবদ, জিএসটির অধীনে এলে ওই দুই জ্বালানির দাম অর্ধেক হয়ে যাবে বলেই মত অর্থনীতিবিদদের।
advertisement
২০১৭ সালের ১ জুলাই থেকে সারা দেশে জিএসটি চালু হয়েছিল। কিন্তু সেই সময় থেকেই অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং বিমান জ্বালানিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়। কিন্তু তাতে কিছুতেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি রোখা যাচ্ছে না। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। অনেকদিন ধরেই পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় নিয়ে আসার দাবি উঠেছে ৷ এবার সে বিষয়ে ভাবনা চিন্তা শুরু করা হচ্ছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol-Diesel under GST: দাম কমতে চলেছে পেট্রোল ও ডিজেলের! ১৭ সেপ্টেম্বর নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement