#নয়াদিল্লি: রেশন কার্ডের (Ration Card News) মাধ্যমে সরকার রাজ্যের গরিব পরিবারদের রেশন দিয়ে থাকে ৷ এর পাশাপাশি একাধিক জায়গায় রেশন কার্ড আইডি প্রুফ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে ৷ এলপিজি কানেকশন, ড্রাইভিং লাইসেন্স বানানো জন্যেও রেশন কার্ডের দরকার পড়ে ৷ ঠিকানার প্রমাণ পত্র হিসেবে রেশন কার্ড ব্যবহার করা হয়ে থাকে ৷ পরিবারের আয়ের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের রেশন কার্ড হয় ৷ এছাড়া রেশন কার্ডে নয়া সদস্যের নামও যুক্ত করা যেতে পারে ৷
আপনার পরিবারে কোনও নতুন সদস্য সামিল হলে যেমন কোনও বাচ্চার জন্ম হলে বা বিয়ে করে কোনও সদস্য এলে তাহলে তাদের নাম রেশন কার্ডে (Ration Card News) যুক্ত করা যেতে পারে ৷ এর জন্য কয়েকটি সহজ স্টেপস ফলো করতে হবে ৷
নতুন সদস্যের যুক্ত করার জন্য কী করতে হবে ?
রেশন কার্ডে (Ration Card News) নয়া সদস্যের নাম যুক্ত করার জন্য আপনার আধার কার্ডে সংশোধন করতে হবে ৷ যদি কোনও মেয়ে বিয়ের পরে নিজের পদবী বদলাতে চান তাহলে আধার কার্ডে বাবার জায়গায় স্বামীর নাম দিতে হবে এবং নতুন অ্যাড্রেস আপডেট করতে হবে ৷ এরপর নতুন আধার কার্ডের ডিটেল শ্বশুরবাড়ির এলাকায় উপস্থিত খাদ্য বিভাগ আধিকারিককে দিতে হবে ৷
অনলাইন ভেরিফিকেশনের পর নতুন সদস্যের নাম যুক্ত করতে পারবেন ৷ এখানে পুরনো রেশন কার্ড থেকে নিজের নাম সরিয়ে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে ৷ এর জন্য আপনার ফোন নম্বর রেজিস্টার্ড থাকতে হবে ৷ খাদ্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কাজ করতে হবে ৷
এই ডকুমেন্টগুলির দরকার পড়বে -
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ration Card News