Ration Card News : রেশন কার্ডে নতুন সদস্যের নাম যুক্ত করতে চান ? দেখে নিন কী করতে হবে....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
রেশন কার্ডে (Ration Card News) নয়া সদস্যের নাম যুক্ত করার জন্য আপনার আধার কার্ডে সংশোধন করতে হবে ৷
#নয়াদিল্লি: রেশন কার্ডের (Ration Card News) মাধ্যমে সরকার রাজ্যের গরিব পরিবারদের রেশন দিয়ে থাকে ৷ এর পাশাপাশি একাধিক জায়গায় রেশন কার্ড আইডি প্রুফ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে ৷ এলপিজি কানেকশন, ড্রাইভিং লাইসেন্স বানানো জন্যেও রেশন কার্ডের দরকার পড়ে ৷ ঠিকানার প্রমাণ পত্র হিসেবে রেশন কার্ড ব্যবহার করা হয়ে থাকে ৷ পরিবারের আয়ের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের রেশন কার্ড হয় ৷ এছাড়া রেশন কার্ডে নয়া সদস্যের নামও যুক্ত করা যেতে পারে ৷
আপনার পরিবারে কোনও নতুন সদস্য সামিল হলে যেমন কোনও বাচ্চার জন্ম হলে বা বিয়ে করে কোনও সদস্য এলে তাহলে তাদের নাম রেশন কার্ডে (Ration Card News) যুক্ত করা যেতে পারে ৷ এর জন্য কয়েকটি সহজ স্টেপস ফলো করতে হবে ৷
advertisement
নতুন সদস্যের যুক্ত করার জন্য কী করতে হবে ?
রেশন কার্ডে (Ration Card News) নয়া সদস্যের নাম যুক্ত করার জন্য আপনার আধার কার্ডে সংশোধন করতে হবে ৷ যদি কোনও মেয়ে বিয়ের পরে নিজের পদবী বদলাতে চান তাহলে আধার কার্ডে বাবার জায়গায় স্বামীর নাম দিতে হবে এবং নতুন অ্যাড্রেস আপডেট করতে হবে ৷ এরপর নতুন আধার কার্ডের ডিটেল শ্বশুরবাড়ির এলাকায় উপস্থিত খাদ্য বিভাগ আধিকারিককে দিতে হবে ৷
advertisement
অনলাইন ভেরিফিকেশনের পর নতুন সদস্যের নাম যুক্ত করতে পারবেন ৷ এখানে পুরনো রেশন কার্ড থেকে নিজের নাম সরিয়ে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে ৷ এর জন্য আপনার ফোন নম্বর রেজিস্টার্ড থাকতে হবে ৷ খাদ্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কাজ করতে হবে ৷
advertisement
এই ডকুমেন্টগুলির দরকার পড়বে -
- বাচ্চার নাম যুক্ত করার জন্য বাড়ির প্রধানের (Ration Card News) রেশন কার্ড (ফটোকপি ও অরিজিনাল), বাচ্চার বার্থ সার্টিফিকেট এবং বাবা মায়ের দু’জনের আধার কার্ড জমা দিতে হবে ৷
- বাড়ির বউয়ের রেশন কার্ডে নাম যোগ করার জন্য প্রথমে বাবার বাড়িতে থাকা রেশন কার্ড থেকে নাম সরাতে হবে ৷ তার প্রমাণ পত্র, ম্যারেজ সার্টিফিকেট, স্বামীর রেশন কার্ড ও মহিলার আধার কার্ড জমা দিতে হবে ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2021 11:07 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ration Card News : রেশন কার্ডে নতুন সদস্যের নাম যুক্ত করতে চান ? দেখে নিন কী করতে হবে....