Harnaaz Sandhu putting weight : তন্বী বিশ্বসুন্দরী থেকে পৃথুলা ! হরনাজের স্থূলতার পিছনের দায়ী এই জটিল অসুখ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Harnaaz Sandhu putting weight : নেটিজেনদের একাংশের মত, হরনাজের ওজন বেড়ে গিয়েছে অনেকটাই। তাঁর জ’ লাইন আগে স্পষ্ট ছিল। কিন্তু এখন মুখ ফুলে গিয়ে পাল্টে গিয়েছে চেহারা তথা মুখের আদল।
চণ্ডীগড়ের হরনাজ সন্ধুর মাথায় মিস ইউনিভার্সের তাজ ওঠার সঙ্গেই কাটে দীর্ঘদিনের খরা। দু’ দশক পর এই সম্মান আসে দেশে। তাঁর সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়ে ইজরায়েলে বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার আঙিনায় সকলের মন জয় করেছিলেন ২১ বছর বয়সি এই তরুণী। (Harnaaz Sandhu putting weight)
সম্প্রতি হরনাজকে দেখা গেল বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। পাশাপাশি তিনি হাঁটলেন ল্যাকমে ফ্যাশন উইক-এর মার্জার সরণিতেও। ডিজাইনার শিবান এবং নরেশের পোশাকে তিনিই ছিলেন শোস্টপার। কিন্তু প্রশংসা, স্তুতির পাশাপাশি এসেছে ট্রোলিংও। নেটিজেনদের একাংশের মত, হরনাজের ওজন বেড়ে গিয়েছে অনেকটাই। তাঁর জ’ লাইন আগে স্পষ্ট ছিল। কিন্তু এখন মুখ ফুলে গিয়ে পাল্টে গিয়েছে চেহারা তথা মুখের আদল।
advertisement
সকলেই জানতে চান কেন হরনাজের এই অবস্থা হল? এই প্রসঙ্গে ভাইরাল হয়েছে হরনাজের পুরনো একটি সাক্ষাতকার। সেখানে তিনি বলেছেন তাঁর পুরনো এক অসুখের কথা। সেই অসুখে আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে।
advertisement
আরও পড়ুন : দৃষ্টিশক্তি উন্নত করতে সন্তানের পাতে দিন সহজলভ্য এই ঘরোয়া খাবারগুলি
হাসাপাতাল থেকে মুক্তির পর মায়ের কথায় উজ্জীবিত হয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন এবং বিজয়িনী হন। কিন্তু কোন রোগে আক্রান্ত ছিলেন হরনাজ? তিনি আক্রান্ত সেলিয়াক ডিজিজে।
advertisement
কী এই সেলিয়াক ডিজিজ-(Celiac Disease)
এটা একটা ডাইজেস্টিভ ডিসঅর্ডার। গ্লাটেন জাতীয় খাবারের প্রতি অ্যাবনরমাল ইমিউন রিঅ্যাকশনের ক্ষেত্রে এই শারীরিক সমস্যা হয়। সম্প্রতি সংবাদমাধ্যমে হরনাজ বলেছেন স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁর শরীরে প্রচুর পরিবর্তন হয়। ধীরে ধীরে মেদ সঞ্চিত হতে থাকে।
আরও পড়ুন : সামান্য নিয়মেই বসন্তে মরশুমি অসুখ থেকে দূরে সুস্থ থাকা যায়
সেলিয়াক ডিজিজের উপসর্গ-
advertisement
পেট ফেঁপে যাওয়া
ক্লান্তি
আয়রনের অভাব বা অ্যানিমিয়া
গা বমি বমি ভাব ও বমি হওয়া
মাথাব্যথা ও ক্লান্তি
গাঁটের ব্যথা ও অসারভাব
ডারমাটাইটাইটিস হারপেটিফরমোসিস
আরও পড়ুন : গরম পড়তে না পড়তেই ফ্রিজের ঠান্ডা জল খাচ্ছেন? কত বড় ক্ষতি করছেন জানেন?
সেলিয়াক ডিজিজের শুশ্রূষা
এই রোগের একমাত্র উপশম হল ডায়েট থেকে গ্লাটেন সম্পূর্ণ রূপে বাদ দেওয়া। ডাক্তারের পরামর্শ নিয়ে সেক্ষেত্রে স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ ডায়েট তৈরি করতে হবে।
Location :
First Published :
March 31, 2022 2:27 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Harnaaz Sandhu putting weight : তন্বী বিশ্বসুন্দরী থেকে পৃথুলা ! হরনাজের স্থূলতার পিছনের দায়ী এই জটিল অসুখ