শীত পড়তেই সর্দি-কাশিতে জেরবার? প্রতিদিন এক গ্লাস হলুদ দুধ দূর করবে জটিল সমস্যা
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Health Benefits of Turmeric Milk : শীতকালে শরীরকে উষ্ণ-ই রাখে না, বরং এর প্রচুর উপকারিতাও আছে। বহু যুগ ধরেই বয়স্ক মানুষরা এই পানীয়ের সাহায্য নিয়েছেন
হলুদ দুধ, যাকে গোল্ডেন বা সোনালি দুধ বলা হয়, স্বাস্থ্যের জন্য ঠিক যেন এক জাদু পানীয় (Health Benefits of Turmeric Milk)। এটি কেবল শীতকালে শরীরকে উষ্ণ-ই রাখে না, বরং এর প্রচুর উপকারিতাও আছে। বহু যুগ ধরেই বয়স্ক মানুষরা এই পানীয়ের সাহায্য নিয়েছেন। এখনও যদি এটা পান করা শুরু না হয়, তাহলে দেরি না করে এখনই শুরু করে দেওয়া যায়। আর এটা বাড়িতে তৈরি করাও খুব সহজ।
শিশুরা প্রায়ই শীতকালে অসুস্থ হয়ে পড়ে, প্রাপ্তবয়স্করাও। বহু যুগ ধরেই মানুষ এই পানীয়ের সাহায্য নিয়েছেন। এখনও যদি এটা পান করা শুরু না হয়, তাহলে দেরি না করে এখনই শুরু করে দেওয়া যায়।
হলুদ দুধ হল দুধ এবং হলুদের গুঁড়ো। এটি বেশিরভাগই একটি উষ্ণ সংমিশ্রণ। যা শরীরকে গরম রাখে।
advertisement
সাধারণত গরম দুধে ভরা গ্লাসে এক চিমটি হলুদ যোগ করা হয়, মানুষ ধীরে ধীরে এর একাধিক পরিবর্তন দেখতে পান। তবে আরও বেশী সুস্বাদু করতে হলে বেশ কিছু জিনিস মেশানো হয় এতে। আপনি দুধে এলাচের বীজ, কালো গোলমরিচের গুঁড়ো বা লবঙ্গ যোগ করতে পারেন। যাঁরা দুধ হলুদের গন্ধ পছন্দ করেন না, তাঁদের জন্যই এই মশলা।
advertisement
এই পানীয় পুষ্টিগুণে সমৃদ্ধ
advertisement
advertisement
advertisement
কখন খাবেন এই জাদু পানীয়?
রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে হলুদ দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ঘুমানোর আগে এক গ্লাস উষ্ণ হলুদ দুধ (Turmeric Milk) রাতে ভালো ঘুম নিয়ে আসতে সাহায্য করে।
যদি আপনি ল্যাকটোজ অসহিষ্ণু হন বা দুধ খেতে পছন্দ না করেন তবে আপনি এটি বাটারমিল্কের সঙ্গেও খেতে পারেন।
advertisement
(এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2022 7:42 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শীত পড়তেই সর্দি-কাশিতে জেরবার? প্রতিদিন এক গ্লাস হলুদ দুধ দূর করবে জটিল সমস্যা