রাতে নিয়মিত ঘুম না হলে মেয়েদের শরীরে বাসা বাঁধে ভয়ঙ্কর রোগ! মুক্তি পান এই সহজ উপায়ে
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
সাম্প্রতিক গবেষণাগুলিতেও দেখা গিয়েছে যে ঘুম কম হলে ডিম্বস্ফোটনের কর্মহীনতা, মাসিক অনিয়মিত হওয়া ইত্য়াদি হয়ে থাকে
রাতে ঘুম আসে না কিছুতেই? ইনসমনিয়ায় ভুগছেন? অপুষ্টির কারণে এমনটা হচ্ছে না তো? জেনে নিন শরীরে কোন কোন জিনিসের ঘাটতি হলে ঘুমের সমস্যা হতে পারে৷ পুরুষ এবং মহিলা সকলেরই। এটি সত্যি যে ঘুমের ব্যাধি, বিশেষত অনিদ্রা, কার্ডিওভাসকুলার রোগ, উচ্চ রক্তচাপ, স্থূলতা, ডায়াবেটিস মেলিটাস, কম অনাক্রম্যতা, ক্যান্সার, বিষণ্নতা এবং উদ্বেগজনিত ব্যাধি সহ বিস্তৃত স্বাস্থ্যের অবস্থার সাথে যুক্ত। সাম্প্রতিক গবেষণাগুলিতেও দেখা গিয়েছে যে ঘুম কম হলে ডিম্বস্ফোটনের কর্মহীনতা, মাসিক অনিয়মিত হওয়া ইত্য়াদি হয়ে থাকে।
প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য ভাল ঘুম অপরিহার্য। বিভিন্ন কারণ রয়েছে এর পিছনে। ঘুম এবং প্রজনন ঘনিষ্ঠভাবে জড়িত এবং একটি সার্কাডিয়ান ছন্দ অনুসরণ করে। কম ঘুম হলে স্ট্রেস বাড়ে এবং হরমোনের সমস্যা দেখা দেয়৷
advertisement
ঘুম কম হলে মন ভালো থাকে না, কাজ করার শক্তি এবং ইচ্ছা কমে যায়৷ নির্দিষ্ট প্রজনন হরমোনের অপর্যাপ্ত উতপাদন হয়। হরমোন ডিম্বস্ফোটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গর্ভধারণের প্রথম ধাপ এটিই। সত্যি হল এটাই যে আমাদের শরীর সক্রিয়ভাবে কাজ করে যখন আমরা ঘুমিয়ে থাকি তখনও। প্রতি রাতে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম (যা আমাদের হরমোনগুলিকে নিয়ন্ত্রণ করে), ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, লুটিনাইজিং হরমোন (এলএইচ), এবং ফলিকল-স্টিমুলেটিং হরমোন (এফএসএইচ) সহ গর্ভধারণের সঙ্গে জড়িত কিছু মূল হরমোন তৈরি হয়। তাই রাতের ঘুম ভীষণভাবে প্রয়োজন৷
advertisement
পরিমিত ঘুম না হলে মানসিক এবং শারীরিক সমস্যা হতেই পারে৷ রাতে ছোট আলো জ্বাললে তা নীল রঙের ব্যবহার করুন৷ তাতে ঘুম হয় আরামে৷
৬-৮ ঘণ্টা ঘুমটা প্রয়োজনীয়৷ গর্ভবতী মহিলার ৯ ঘণ্টা ঘুম সেক্ষেত্রে জরুরী৷ রাতের ঘুমটা সবচেয়ে বেশি দরকার শরীরের জন্য৷
advertisement
বিশেষ কয়েকটি উপায় রয়েছে, যাতে ঘুম হবে আরামের:
১) দিনে ৩০মিনিট শরীরচর্চা করুন
২) রাতে ঘুমনোর সময় স্মার্টফোনটি দূরে সরিয়ে রাখুন
৩) ঘর অন্ধকার এবং পছন্দের করে সাজান, যাতে ঘুম আসে আরামে৷
৪) পরিমাণের চেয়ে বেশি কফি, অ্যলকোহল এবং ধূমপাণ করবেন না৷
(এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Location :
First Published :
November 17, 2022 4:13 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রাতে নিয়মিত ঘুম না হলে মেয়েদের শরীরে বাসা বাঁধে ভয়ঙ্কর রোগ! মুক্তি পান এই সহজ উপায়ে