হোম /খবর /লাইফস্টাইল /
অফিস, গৃহস্থালির কাজের পরও ধরে রাখতে চান ত্বকের উজ্জ্বলতা? মেনে চলুন সহজ রুটিন

Routine for Glowing Skin: অফিস, গৃহস্থালির কাজের পরও ধরে রাখতে চান ত্বকের উজ্জ্বলতা? মেনে চলুন এই সহজ রুটিন

বাজারে হাজির হরেক প্রসাধনী, যার থেকে বেছে নিতে হবে আপনার উপযুক্ত জিনিস

বাজারে হাজির হরেক প্রসাধনী, যার থেকে বেছে নিতে হবে আপনার উপযুক্ত জিনিস

  • Last Updated :
  • Share this:

উৎসবের মরসুম (festive season) শেষ লগ্নে৷ পার্বণ শেষ হওয়ার পর আসবে শীতকাল (winter)৷ সে সময়েও পার্টির দেদার আমন্ত্রণ অপেক্ষা করে থাকবে, যদি অতিমারির পরিস্থিতি নিয়্ন্ত্রণে থাকে৷ তার সঙ্গে থাকবে অফিস এবং বাড়ির কাজও৷ সব কিছু সামলিয়েই যোগ দিতে হবে পার্টিতে৷ শুধু যোগ দিলেই হবে না৷ সেখানে সুন্দরী হয়ে সকলের নজরও কাড়তে হবে৷ তাই রইল ত্বক পরিচর্যার রুটিন, যা আপনাকে দেবে চটজলদি উজ্বলতা৷ বাজারে হাজির হরেক প্রসাধনী, যার থেকে বেছে নিতে হবে আপনার উপযুক্ত জিনিস (glowing skin)৷

আরও পড়ুন : এই ঘরোয়া টোটকাতেই পার্টির পর দিন সকালে দূর হবে হ্যাং ওভারের আচ্ছন্নভাব

ক্লেঞ্জিং :

ত্বক পরিচর্যার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল ক্লেঞ্জিং৷ মৃদু জেল বেসড ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন৷ মাইল্ড ফেসওয়াশ হওয়ার ফলে আপনার ত্বকের স্বাভাবিক আর্দ্রতাও বজায় থাকবে৷

ময়শ্চারাইজার:

স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে ত্বককে আর্দ্রতামুক্ত করা যাবে না৷ তৈলাক্ত বা ব্রণপ্রবণ, যে রকমই হোক না কেন ত্বকের ধরন, ময়শ্চরাইজার কিন্তু প্রয়োজন৷ অয়েলি স্কিন হলে আপনি জেল বেসড ময়শ্চারাইজার বেছে নিন৷

আরও পড়ুন : হাজারো সমস্যার সমাধান করে আপনার চুল ও ত্বকের সৌন্দর্যের গোপনরহস্য লুকিয়ে জবাফুলেই

ফেস মাস্ক:

সপ্তাহে অন্তত দু’বার ত্বককে দিন হাইড্রেটিং ফেস মাস্কের স্পর্শ৷ প্রয়োজনে করাতে হবে স্পা ট্রিটমেন্টও৷ সব কাজ, পরিশ্রম ও উদ্বেগের চিহ্ন মুছে যাবে মুখ থেকে৷ তাছাড়া ফেসমাস্কের ফলে আপনার ত্বক শ্বাসপ্রশ্বাসও নিতে পারবে৷ বাড়িতে অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ পুঁতুন৷ সময় পেলেই পাতা ভেঙে ঘৃতকুমারীর রস বা অ্যালো জেল নিয়ে মাখুন৷ আপনার ত্বকে হাইড্রেশন বজায় থাকবে৷

আরও পড়ুন : আবেদন অফুরান; দীপাবলি হোক বা ভাইফোঁটা, ঝলমলে সাজের জন্য বেছে নিতে পারেন এই পাঁচ বুনন

সানস্ক্রিন :

দিনের বেলা বাড়ির বাইরে বার হলেই ব্যবহার করুন সানস্ক্রিন৷ সানস্ক্রিনের এসপিএফ মাত্রা হতে হবে ৫০৷ বাইরে যাওয়ার কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট আগে সানস্ক্রিন মাখুন৷ রোদে বার হওয়ার আগে যদি সানস্ক্রিন ব্যবহার না করেন তা হলে কিন্তু ত্বকের বাকি পরিচর্যাও মাটি!

রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বক থেকে মেক আপের সবটুকু তুলে ফেলতে ভুলবেন না৷ নামী সংস্থার তৈরি মাইসেলার ওয়াটার বা ক্লে়ঞ্জার ব্যবহার করতে পারেন৷ যদি ত্বক স্বাভাবিক হয় তাহলে অয়েল বেসড ক্লেঞ্জার ব্যবহার করুন৷ কিন্তু ত্বক যদি তৈলাক্ত বা মিশ্র হয়, তাহলে বেছে নিন ওয়াটার বেসড ক্লেঞ্জার৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Skin Care