Remedies for Hang Over : এই ঘরোয়া টোটকাতেই পার্টির পর দিন সকালে দূর হবে হ্যাং ওভারের আচ্ছন্নভাব
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Remedies for Hang Over : পার্টিতে হুল্লোড় করলেও সমস্যা দেখা দেয় পরের দিন ঘুম ভেঙে উঠে কাজে যোগ দিতে (party hangover)৷রইল বেশ কিছু ঘরোয়া টোটকা, যেগুলির সাহায্যে আপনি হ্যাংওভারের ঘোর থেকে বেরিয়ে আসতে পারবেন৷
পার্বণে পার্টি (party n festive season ) এখন বঙ্গজীবনের অঙ্গ৷ শুধু শীতের বড়দিন নয়৷ এখন সারা বছরই পার্টি হয় নানা উপলক্ষে৷ পার্টিতে হুল্লোড় করলেও সমস্যা দেখা দেয় পরের দিন ঘুম ভেঙে উঠে কাজে যোগ দিতে (party hangover)৷ কারণ দীর্ঘ ক্ষণ ঘিরে থাকে হ্যাং ওভারের আচ্ছন্নভাব (drowsiness)৷ সঙ্গী হয় ডিহাইড্রেশন, ক্লান্তি, বমি বমি ভাব এবং পেশিতে যন্ত্রণা৷ রইল বেশ কিছু ঘরোয়া টোটকা, যেগুলির সাহায্যে আপনি হ্যাংওভারের ঘোর থেকে বেরিয়ে আসতে পারবেন৷
আরও পড়ুন : হাজারো সমস্যার সমাধান করে আপনার চুল ও ত্বকের সৌন্দর্যের গোপনরহস্য লুকিয়ে জবাফুলেই
হ্যাংওভার কাটনোর প্রথম ও প্রাথমিক শর্ত হল প্রচুর জলপান করা৷ তা হলে শরীর সতেজ থাকবে৷ মদ্যপান করার সময়েও জলপান করতে ভুলবেন না৷ কারণ অ্যালকোহলের প্রভাবে শরীর শুকিয়ে গিয়ে ডিহাইড্রেশন হয়৷ মদ্যপানের জেরে বেড়ে যায় মূত্রত্যাগে পরিমাণও৷ ফলে শরীর ফ্লুইডশূন্য হয়ে যেতে পারে৷ তাই মদ্যপান করলে বেশি জল খেতে ভুলবেন না৷
advertisement
হ্যাংওভারের কারণে বিরক্ত লাগলেও পরের দিন সকালে সময়মতো প্রাতরাশ সারতে হবে৷ তা হলে শরীরে শর্করার মাত্রা ঠিক থাকবে৷ পাশাপাশি প্রোটিন, স্নেহজাতীয় পদার্থ এবং ভিটামিনের যোগানও বজায় থাকে৷
advertisement
আরও পড়ুন : আবেদন অফুরান; দীপাবলি হোক বা ভাইফোঁটা, ঝলমলে সাজের জন্য বেছে নিতে পারেন এই পাঁচ বুনন
হ্যাংওভার কাটতে পর দিন সকালে পান করতে পারেন জিঞ্জার টি বা আদা চা৷ কারণ অ্যালকোহলের প্রভাবে পেটের গণ্ডগোল দেখা দিতে পারে৷ সেক্ষেত্রে আদা চা উপশমকারী৷ আদার সঙ্গে চায়ে দিতে পারেন মধুও৷ তাহলে আপনার শরীরে থাকা অ্যালকোহল দূর করতে সাহায্য করবে এই উপাদান৷ যদি আদা চা খাওয়া না হয়, আপনি মুখে রাখতে পারেন এক খণ্ড আদাও৷
advertisement
আরও পড়ুন : দীপাবলির ভুরিভোজে বদহজমের ভয়? সঙ্গী হোক এই ঘরোয়া টোটকা
জলের সঙ্গে শরীরে যাতে নুন ও চিনির ভারসাম্য ঠিক থাকে, খেয়াল রাখতে হবে সেদিকেও৷ তার জন্য পান করুন এক পেয়ালা নারকেলের জল৷ বলা হয়, বেশিরভাগ স্পোর্টস ড্রিঙ্কের তুলনায় নারকেলের জলে ইলেকট্রোলাইটস বেশি৷ ফলে পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন দ্রুত৷
advertisement
অ্যালকোহল পানের ফলে শরীর থেকে বেশ কিছুটা খনিজ এবং ইলেকট্রোলাইট বেরিয়ে যায়৷ তাই হ্যাংওভার দূর করতে এবং সেই খনিজ ও ইলেকট্রোলাইটসের অভাব মেটাতে কলা খেয়ে নিন৷ তা হলে ব্যাহত হবে না পটাশিয়ামের মাত্রাও৷
Location :
First Published :
November 04, 2021 5:08 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Remedies for Hang Over : এই ঘরোয়া টোটকাতেই পার্টির পর দিন সকালে দূর হবে হ্যাং ওভারের আচ্ছন্নভাব