Belly Fat Loss Tips : ভুঁড়ির জন্য বিব্রত? পেটের মেদ কমাতে এই খাবারগুলি খেতেই হবে

Last Updated:

পেটের মেদ কমানো কঠিন ঠিকই৷ কিন্তু দুঃসাধ্যও নয় (Foods which help to lose belly fat)

‘ভিসেরাল ফ্যাট’ (Visceral Fat)৷ এটাই পোশাকি নাম আমাদের অতি চেনা ‘বেলি ফ্যাট’-এর (Belly Fat)৷ এই কারণেই মেদ জমে আমাদের তলপেটে৷ শরীরের যে কোনও অংশের তুলনায় পেটের মেদ কমানো কয়েক গুণ বেশি কঠিন৷
ভিসেরাল ফ্যাট শরীরের জন্যও অত্যন্ত ক্ষতিকারক৷ ভুঁড়ি থাকলে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্টান্সের মতো সমস্যা দেখা দেয়৷ পেটের মেদ কমানো কঠিন ঠিকই৷ কিন্তু দুঃসাধ্যও নয় (Foods which help to lose belly fat)৷
প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার সাহায্য করে পেটের মেদ কমাতে৷ ফ্যাটমুক্ত বা নামমাত্র ফ্যাট-সহ টকদইও কার্যকর পেট থেকে মেদ কমাতে৷ এক পাত্র ভর্তি টকদই পুষ্টিমূল্যে ভরপুর৷ এর থেকে যথেষ্ট পুষ্টিমূল্য পাওয়া যায় ২০-২৩ গ্রাম প্রোটিন-সহ টকদই অনেক ক্ষণ পেট ভরিয়ে রাখে৷ ফলে অস্বাস্থ্যকর খাওয়ার প্রবণতা কমে৷
advertisement
advertisement
আরও পড়ুন : বিরিয়ানি, কোর্মার সুস্বাদু হয় বেরেস্তার গুণে, জেনে নিন মুচমুচে বেরেস্তার টিপস
টকদইয়ের প্রোটিন মেটাবলিজম বৃদ্ধি করে৷ সাহায্য করে পরিপাকক্রিয়াতেও৷ টকদইয়ের ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাহায্য করে হাড় মজবুত করতে৷ ডায়েটে রাখুন প্রচুর ফল এবং সবুজ শাকসব্জি৷ আপেল, তরমুজ, বেরির মতো ফল আপনার মিষ্টি খাওয়ার সাধ কিছুটা হলেও পূ্র্ণ করবে৷
advertisement
আরও পড়ুন : হলদেটে দাঁত ধবধবে সাদা করে তুলুন বাড়িতেই, নিয়মিত খান এই ফলগুলি
তৈলাক্ত মাছ বাড়িয়ে দেয় মেটাবলিজম৷ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেলি ফ্যাট ঝরাতে এবং ওজন কমাতে সাহায্য করে৷ পাশাপাশি খেতে পারেন ওটস এবং ওটমিল৷ এর গোটা দানাশস্য ভরপুর ফাইবার, প্রোটিন এবং ওটস বা ওটমিলে চিনিও থাকে না৷ ওটসের স্বাস্থ্যগুণও প্রচুর৷ এটি পরিপাক ক্রিয়ায় সাহায্য করে৷ কমায় উচ্চরক্তচাপ৷ সেইসঙ্গে ওজন কমিয়ে বেলি ফ্যাট নিয়ন্ত্রণ করে৷
advertisement
এখানেই শেষ নয় ওটসের গুণ৷ পেট ফাঁপা, গ্যাস এবং কোষ্টকাঠিন্যের মতো শারীরিক সমস্যারও সুরাহা করে ওটস৷ সেইসঙ্গে হৃদরোগ এবং কোলন ক্যানসারের মতো অসুখও কমে ওটসে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Belly Fat Loss Tips : ভুঁড়ির জন্য বিব্রত? পেটের মেদ কমাতে এই খাবারগুলি খেতেই হবে
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement