Plastic Bucket Cleaning Tips: বাথরুমের বালতিতে হলদে নোংরা ছোপ ছোপ দাগ? ১ মিনিটেই হবে ঝকঝকে, জানেন কী ভাবে
- Published by:Satabdi Adhikary
Last Updated:
How to clean dirty bucket: আপনি যদি মাসে একবারও এই টিপসগুলি অনুসরণ করেন, তাহলে আপনার বালতি এবং মগ সবসময় পরিষ্কার থাকবে। দামি ক্লিনার কেনার দরকার নেই; আপনি সহজেই পাওয়া যায় এমন গৃহস্থালীর জিনিসপত্র দিয়ে আপনার বাথরুম পরিষ্কার রাখতে পারেন।
advertisement
advertisement
প্রথমে, জেনে নিই বেকিং সোডা এবং ভিনিগার কীভাবে ব্যবহার করবেন। বেকিং সোডার সাথে সামান্য ভিনিগার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি বালতি এবং মগের ভিতরে এবং বাইরে ভালভাবে লাগান। তারপর পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন, তারপর স্ক্র্যাবার বা ব্রাশ দিয়ে হাল্কা ঘষে নিন। অবশেষে, দাগ দূর হলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। বালতি যে কোনও দিন ময়লা ছিল, দেখে বুঝতেই পারবেন না।
advertisement
advertisement
advertisement
advertisement







