Russian Beauty Secret|| ডাকসাইটে সুন্দরী! রাশিয়ার মহিলারা কীভাবে রূপচর্চা করেন? জানুন আপনিও...

Last Updated:

Know the beauty secrets of Russian women: কীভাবে তাঁরা রূপচর্চা করেন এবং নিজেদের এই সৌন্দর্য বজায় রাখেন সেটাই আজ তুলে ধরার চেষ্টা করব আমরা।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#নয়াদিল্লি: আলমারিতে সাজানো মিষ্টি ডল পুতুলের মতো দেখতে হয় রাশিয়ান মেয়েদের। তাঁদের ত্বক থেকে চুল, সবটাই ঈর্ষা করার মতো। একেক জনের সৌন্দর্য তো এত অপার্থিব হয় যে চোখ জুড়িয়ে যায়। কীভাবে তাঁরা রূপচর্চা করেন এবং নিজেদের এই সৌন্দর্য বজায় রাখেন সেটাই আজতুলে ধরার চেষ্টা করব আমরা।
গোলাপজল:
প্রতিদিন সকালে রাশিয়ান মহিলারা গোলাপ জল দিয়ে তাঁদের মুখ পরিষ্কার করেন। এতে তাঁদের ত্বক টোনিং হয়।
advertisement
বিশেষ টক ক্রিম:
ফেসপ্যাক তৈরির সময় টক স্বাদের ক্রিম ব্যবহার করেন তাঁরা। এই ক্রিমে থাকে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের মৃত কোষ সরিয়ে দিতে সাহায্য করে।
ডিমের কুসুম:
advertisement
রাশিয়া ঠাণ্ডার দেশ। সেখানকার আবহাওয়াও তাই অত্যন্ত শুষ্ক ও রুক্ষ। তাই ত্বকে যাতে আর্দ্রতার অভাব না হয় সেইজন্য রাশিয়ান মেয়েরা ডিমের কুসুম মুখে মাখেন, যাতে শুষ্কতা দূর হয় এবং ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে। ডিমের কুসুম ত্বকে পুষ্টিও যোগায়।
advertisement
ত্বকে উজ্জ্বলতা আনতে তাঁরা ব্যবহার করেন শসার রস। শসার রসও ত্বকে আর্দ্রতা যোগায়। এছাড়াও সময়ের আগেই মুখে বলিরেখা পড়া রোধ করে শসার রস। শুষ্কতার জন্য যদি ত্বকে লাল ভাব ও ফোলাভাব দেখা দেয় তাহলেও শসার রস লাগানো যেতে পারে।
রাস্পবেরি জুস:
রাশিয়া এবং ইউক্রেন, দুই দেশের মহিলারাই ঠোঁটে স্বাভাবিক গোলাপি আভা নিয়ে আসতে রাস্পবেরির রস লাগান। রাস্পবেরি ফলে আছে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ খনিজ ও ভিটামিন। এই জুস শুধু ঠোঁটে গোলাপি আভা নিয়ে আসে তাই নয়, ঠোঁটের কালো ছোপও দূর করে। রাস্পবেরি জুসের সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে লাগালে আরও ভালো ফল পাওয়া যাবে।
advertisement
গালের জন্য বিটরুট:
এক ইভাবে গালে প্রাকৃতিক গোলাপি আভা নিয়ে আসতে তাঁরা ব্যবহার করেন বিটের রস। বিটরুট একটি প্রাকৃতিক ডিটক্স এজেন্ট। এটি ত্বকে আর্দ্রতা যোগায় এবং ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসে। এছাড়াও অ্যাকনে প্রতিরোধে এবং ডার্ক সার্কেল দূর করতে বিটরুটের জুড়ি নেই।
সল্ট স্ক্রাব:
নুনের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করেন রাশিয়ার নারীরা। এই স্ক্রাব দিয়ে ত্বক এক্সফোলিয়েত করলে ত্বকের মৃত কোষ ঝরে যায়।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Russian Beauty Secret|| ডাকসাইটে সুন্দরী! রাশিয়ার মহিলারা কীভাবে রূপচর্চা করেন? জানুন আপনিও...
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement