Hilsa: বিরাট সুখবর! জলের দরে সস্তা ইলিশ,পাল্লা বাটখারায় নয়, থালায় বিক্রি হচ্ছে রূপোলি শস্য, দাম শুনলে আপনিও ছুটবেন

Last Updated:

Hilsa: পাল্লা-বাটখারায় মেপে নয়, থালায় সাজিয়ে মাছ বিক্রি হয় লালগোলা নেতাজি মোড়ে মীনভবনের সামনে, কৃষ্ণপুর-তেমাথা মোড়ে। বিকেল হলেই এ দৃশ্য চোখে পড়বেই।

+
থালায়

থালায় বিক্রি হয় ইলিশ সহ বিভিন্ন মাছ

লালগোলা, তন্ময় মণ্ডল: পুজোর আগে বর্ষার শেষ হতেই দোকানদারকে ঘিরে থিকথিকে ভিড়। আপনি কি ইলিশপ্রেমী। তবে জানেন কি এই জায়গাতে গেলে পাল্লা বাটখারায় নয় একমাত্র থালায় বিক্রি হয় ইলিশ-সহ বিভিন্ন মাছ।
মুর্শিদাবাদ জেলার লালগোলা । সীমান্তবর্তী এই ব্লকে বিকাল হতেই অন্য চেহারা নেয়। কোনও মতে গলাটা ঢুকিয়ে যা দেখা গেল তা দেখে চোখ ছানাবড়া। নানা আকারের থালায় সাজানো হরেক রকমের মাছ। রুই, কাতলা, ইলিশ, ট্যাংরা, পাবদা, কুচো চিংড়ি, গলদা চিংড়ি, মৃগেল, পুঁটি, বেলে, কাজলি, রিঠা, খয়রা, রায়খয়রা, চাঁদা, ফাসা, বাচা, কাল বাউস, কাকলে, পিলপিলে আরও কত রকমের মাছ। কোনওটা লেজ ঝাপটাচ্ছে, কোনওটা খাবি খাচ্ছে।
advertisement
advertisement
পাল্লা-বাটখারায় মেপে নয়, থালায় সাজিয়ে মাছ বিক্রি হয় লালগোলা নেতাজি মোড়ে মীনভবনের সামনে, কৃষ্ণপুর-তেমাথা মোড়ে। বিকেল হলেই এ দৃশ্য চোখে পড়বেই। ভোর চারটেয় মাছ ধরতে বেরোন। দিনভর মাছ ধরে বিকালে নেতাজি মোড়ে মীনভবনের সামনে জড়ো হন। নৌকার খলুইয়ে মাছ এমন ভাবে রাখা হয় যাতে বিকালেও টাটকা থাকে। সেই মাছ থালায় সাজিয়ে রাত পর্যন্ত বিক্রি চলে। স্থানীয় কিছু যুবক সেই মাছ বিক্রি দায়িত্ব নেন। বিক্রি শেষে যা মেলে তার থেকে ‘কমিশন’ পান তাঁরা।
advertisement
বর্তমানে ইলিশের দাম ১৪০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। নানা মাছের নানা দাম। কখনও দাম থালা পিছু পঞ্চাশ, দেড়শো। কখনও তা পাঁচশোতে গিয়েও ঠেকে। মাছ বিক্রেতাদের কথায়, ‘আড়ৎদারদের কাছে দাম পাই না। তাই বাজারে থালা সাজিয়ে বসি।’ যেমন দাম ওঠে সেই দামে বিক্রি হয়। অন্য দিকে এই পদ্ধতি অবলম্বন করে ক্রেতাদেরও লাভ। ক্রেতারা বলেন, বিকাল হলেই থালা নিয়ে টাটকা মাছের লোভে অনেকেই ভিড় করেন ওই বাজারে। মাছ কিছুটা সস্তায়ও মেলে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hilsa: বিরাট সুখবর! জলের দরে সস্তা ইলিশ,পাল্লা বাটখারায় নয়, থালায় বিক্রি হচ্ছে রূপোলি শস্য, দাম শুনলে আপনিও ছুটবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement