Durga Puja Saree: পুজোর আগেই বাম্পার অফার! মাত্র ৩০০ টাকায় বেনারসী সিল্ক? কোথায় পাওয়া যাচ্ছে জানেন? কিনতে উপচে পড়ছে ভিড়

Last Updated:
Durga Puja Saree: এখানে মাত্র ৩০০ টাকার পাইকারি দামে মিলছে বেনারসি সিল্ক শাড়ি।
1/6
আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে বাজার জুড়ে জমে উঠেছে কেনাকাটার হিড়িক। পুজোর আগে নতুন সাজে সেজে ওঠার প্রস্তুতিতে প্রত্যেকেই চাইছেন কিছু বিশেষ। আর সেই বিশেষ কেনাকাটার সুযোগ এনে দিয়েছে নবদ্বীপের তাঁত কাপড় হাট। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে বাজার জুড়ে জমে উঠেছে কেনাকাটার হিড়িক। পুজোর আগে নতুন সাজে সেজে ওঠার প্রস্তুতিতে প্রত্যেকেই চাইছেন কিছু বিশেষ। আর সেই বিশেষ কেনাকাটার সুযোগ এনে দিয়েছে নবদ্বীপের তাঁত কাপড় হাট। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
এখানে মাত্র ৩০০ টাকার পাইকারি দামে মিলছে বেনারসি সিল্ক শাড়ি। এত কম দামে বেনারসির স্বাদ মেলার খবরে চারিদিকে ছড়িয়ে পড়েছে উৎসাহ, আর তার জেরেই ক্রেতাদের ঢল নামছে প্রতিদিন।
এখানে মাত্র ৩০০ টাকার পাইকারি দামে মিলছে বেনারসি সিল্ক শাড়ি। এত কম দামে বেনারসির স্বাদ মেলার খবরে চারিদিকে ছড়িয়ে পড়েছে উৎসাহ, আর তার জেরেই ক্রেতাদের ঢল নামছে প্রতিদিন।
advertisement
3/6
নবদ্বীপ তাঁত কাপড় হাটে এই নতুন কালেকশন আসার পর থেকেই হাজার হাজার পিস বিক্রি হয়ে যাচ্ছে। সাধারণত বেনারসি সিল্ক মানেই মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত সকলের পছন্দের তালিকায় থাকে। কিন্তু বাজারে সাধারণত একেকটি বেনারসি শাড়ির দাম শুরু হয় কয়েক হাজার টাকা থেকে।
নবদ্বীপ তাঁত কাপড় হাটে এই নতুন কালেকশন আসার পর থেকেই হাজার হাজার পিস বিক্রি হয়ে যাচ্ছে। সাধারণত বেনারসি সিল্ক মানেই মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত সকলের পছন্দের তালিকায় থাকে। কিন্তু বাজারে সাধারণত একেকটি বেনারসি শাড়ির দাম শুরু হয় কয়েক হাজার টাকা থেকে।
advertisement
4/6
তাই মাত্র ৩০০ টাকায় পাইকারি দামে এমন সুযোগ পেয়ে খুশি ব্যবসায়ীরা। অনেকে জানাচ্ছেন, এই শাড়িগুলি নিয়ে খুচরো বাজারে সহজেই হাজার টাকায় বিক্রি করা সম্ভব। অর্থাৎ একেকটি শাড়ি থেকে প্রায় ৭০০ টাকার বেশি লাভ হচ্ছে। ফলে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে।
তাই মাত্র ৩০০ টাকায় পাইকারি দামে এমন সুযোগ পেয়ে খুশি ব্যবসায়ীরা। অনেকে জানাচ্ছেন, এই শাড়িগুলি নিয়ে খুচরো বাজারে সহজেই হাজার টাকায় বিক্রি করা সম্ভব। অর্থাৎ এক একেকটি শাড়ি থেকে প্রায় ৭০০ টাকার বেশি লাভ হচ্ছে। ফলে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে।
advertisement
5/6
শুধু ব্যবসায়ীরাই নয়, সাধারণ ক্রেতারাও ভিড় জমাচ্ছেন এই হাটে। অনেকেই বলছেন, এতো কম দামে বেনারসি সিল্ক পাওয়া স্বপ্নের মতো। ফলে নিজের জন্য কিংবা আত্মীয়স্বজনকে উপহার দেওয়ার জন্য অনেকেই একসঙ্গে একাধিক শাড়ি কিনে নিচ্ছেন। পুজোর আগে নিজের পোশাকের সংগ্রহে যদি বেনারসি সিল্ক থাকে, তাহলে সাজের আভিজাত্য আলাদা মাত্রা পায়—এটাই চাহিদার অন্যতম কারণ।
শুধু ব্যবসায়ীরাই নয়, সাধারণ ক্রেতারাও ভিড় জমাচ্ছেন এই হাটে। অনেকেই বলছেন, এতো কম দামে বেনারসি সিল্ক পাওয়া স্বপ্নের মতো। ফলে নিজের জন্য কিংবা আত্মীয়স্বজনকে উপহার দেওয়ার জন্য অনেকেই একসঙ্গে একাধিক শাড়ি কিনে নিচ্ছেন। পুজোর আগে নিজের পোশাকের সংগ্রহে যদি বেনারসি সিল্ক থাকে, তাহলে সাজের আভিজাত্য আলাদা মাত্রা পায়—এটাই চাহিদার অন্যতম কারণ।
advertisement
6/6
সব মিলিয়ে, মাত্র ৩০০ টাকায় বেনারসি সিল্ক এখন নবদ্বীপের বাজারে পুজোর আগাম উপহার। ব্যবসায়ীরা যেমন লাভের সম্ভাবনায় খুশি, তেমনি ক্রেতারা পেয়েছেন কম দামে আভিজাত্যের ছোঁয়া। তাই নবদ্বীপ তাঁত কাপড় হাটে ভিড় দিন দিন আরও বাড়বে বলেই অনুমান।
সব মিলিয়ে, মাত্র ৩০০ টাকায় বেনারসি সিল্ক এখন নবদ্বীপের বাজারে পুজোর আগাম উপহার। ব্যবসায়ীরা যেমন লাভের সম্ভাবনায় খুশি, তেমনি ক্রেতারা পেয়েছেন কম দামে আভিজাত্যের ছোঁয়া। তাই নবদ্বীপ তাঁত কাপড় হাটে ভিড় দিন দিন আরও বাড়বে বলেই অনুমান।
advertisement
advertisement
advertisement