Rainfall and Thunderstorm: এখনই উঠবে ঝোড়ো বাতাস! ঘণ্টাখানেকের মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসছে ৫ জেলায়, জারি হলুদ সতর্কতা, শুক্রবারও কী বৃষ্টি? জেনে আবহাওয়ার রিপোর্ট
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Rainfall and Thunderstorm: এক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা রাজ্যের পাঁচ জেলায়। ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
পুজোর আগেই ফের ভ‍্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। তবে বৃষ্টি যে বিদায় নেয়নি তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে বড় বদল আবহাওয়ায়। কিছুক্ষণেই ঝড়বৃষ্টির সঙ্কেত দিল হাওয়া অফিস।
advertisement
এক ঘণ্টার মধ‍্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা রাজ‍্যের পাঁচ জেলায়। ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কিছুক্ষণেই শুরু হবে তাণ্ডব।
advertisement
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ঘণ্টাখানেকের মধ‍্যেই ঝেঁপে আসছে ঝড় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস।
advertisement
অন‍্যদিকে বৃহষ্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। শনিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে।
advertisement
শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কমলেও উপকূল-সহ বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল দিয়ে বঙ্গোপসাগরে রয়েছে।
advertisement