Indian Railways: ইলিশ কিনে ট্রেনে উঠতেই এ কী হল! হঠাত্ পেছন থেকে একটা হাত এসে...ছেলের চোখের সামনেই যা হল মায়ের সঙ্গে, জানলে শিউরে উঠবেন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
ডাক্তারি পড়ুয়া ছেলের সামনেই ট্রেন থেকে ছিনতাই হয়ে গেল মায়ের গলার সোনার চেন। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিয়ালদহ দক্ষিণ শাখার কুলপি স্টেশনে
বারুইপুর,সুমন সাহা: ইলিশ মাছ কিনতে গিয়েই হল বিপত্তি। হাতে আর কয়েকটা দিন বাকি দুর্গা পুজো তার আগে বাঙালি আর এক উৎসব রান্না পুজো। আর এই রান্না পুজো মানেই ইলিশ মাছ। আর এখন ইলিশ মাছ পকেটে ছ্যাঁকা। আর তাই রান্না পুজোর আগে ইলিশের দাম একটু কম হওয়ার জন্য মা আর ছেলে বেরিয়েছিল ট্রেনে করে কাকদ্বীপের উদ্দেশে। আর তখনই ডাক্তারি পড়ুয়া ছেলের সামনেই ট্রেন থেকে ছিনতাই হয়ে গেল মায়ের গলার সোনার চেন। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিয়ালদহ দক্ষিণ শাখার কুলপি স্টেশনে।
বারুইপুর পৌর এলাকার বাসিন্দা নাম পরিচয় জানাতে অনিচ্ছুক এক মহিলা তার ডাক্তারি পড়ুয়া ছেলেকে নিয়ে কাকদ্বীপে যান ইলিশ মাছ কিনতে। সেখান থেকে ট্রেনে করে ফেরার সময় কুলপি স্টেশনে ঘটে-বিপত্তি। আপ কাকদ্বীপ শিয়ালদহ লোকালের একটি জেনারেল কামরার গেটের কাছেই বসে ছিলেন ওই মহিলা ও তার ডাক্তারি পড়ুয়া ছেলে।
advertisement
advertisement
কুলপি স্টেশন থেকে ট্রেন ছেড়েছে সবে। ট্রেন পুর্ন গতি নেওয়ার পরেই আচমকায় মহিলার পিছন দিক থেকে গলায় থাকা সোনার চেন ছিঁড়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মে লাফ দিয়ে পালিয়ে যায় এক ছিনতাইবাজ। তখন ট্রেন পূর্ণ গতিতে চলতে শুরু করেছে। মহিলা চিল চিৎকার করে ওঠেন।
আরও পড়ুন: কোনওরকমে প্রাণ নিয়ে পালিয়েছেন! এখন কোথায় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি? জানা গেল ঠিকানা
advertisement
তারপর তিনি বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেন। মহিলা অভিযোগে জানিয়েছেন তার গলায় এক ভরির সোনার হার ছিল ওর সঙ্গে ছিল তুলসির মালা। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে বারুইপুর জিআরপি। বুধবার রাতেই ওই ছিনতাইবাজকে গ্রেফতার করে বারুইপুর জিআরপি। ধৃত দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার বাপি মণ্ডলকে জেরা করে ছিনতাই হওয়া সোনার চেনটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ধৃতকে আজ শিয়ালদহ আদালতে তুলবে বারুইপুর জিআরপি।।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 11:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: ইলিশ কিনে ট্রেনে উঠতেই এ কী হল! হঠাত্ পেছন থেকে একটা হাত এসে...ছেলের চোখের সামনেই যা হল মায়ের সঙ্গে, জানলে শিউরে উঠবেন