KP Sharma Oli: কোনওরকমে প্রাণ নিয়ে পালিয়েছেন! এখন কোথায় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি? জানা গেল ঠিকানা

Last Updated:
Nepal's 'Gen Z' Protest: প্রধানমন্ত্রী ওলি-সহ একাধিক মন্ত্রী প্রাণ বাঁচিয়ে পালাতে একরকম বাধ‍্য হয়েছেন। কিন্ত এখন প্রশ্ন হল বর্তমানে কোথায় আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী?
1/9
এখনও অশান্ত নেপাল। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা এবং দুর্নীতির বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলন করে Gen Z আন্দোলনকারীদের চাপের মুখে ইস্তফা দিয়েছেব প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রী ওলি-সহ একাধিক মন্ত্রী প্রাণ বাঁচিয়ে পালাতে একরকম বাধ‍্য হয়েছেন। কিন্ত এখন প্রশ্ন হল বর্তমানে কোথায় আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী?
অশান্ত নেপাল। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা এবং দুর্নীতির বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলন করে Gen Z আন্দোলনকারীদের চাপের মুখে ইস্তফা দিয়েছেব প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রী ওলি-সহ একাধিক মন্ত্রী প্রাণ বাঁচিয়ে পালাতে একরকম বাধ‍্য হয়েছেন। কিন্ত এখন প্রশ্ন হল বর্তমানে কোথায় আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী?
advertisement
2/9
প্রধানমন্ত্রী এবং ওলি সরকারের অন‍্যান‍্য নেতা মন্ত্রীদের পদত‍্যাগেই শান্ত হয়নি Gen Z আন্দোলন। কেপি শর্মা ওলি, মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল প্রচন্ড, প্রাক্তন প্রধানমন্ত্রী ও একীকৃত সমাজবাদীদের সভাপতি মাধব কুমার নেপাল, প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল, কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা, মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রকাশ মান সিং, ইউএমএল উপ-সভাপতি বিষ্ণু পৌডেল-সহ সমস্ত শীর্ষস্থানীয় বাসস্থান লক্ষ‍্য করেও হামলা করে আন্দোলনকারীরা।
প্রধানমন্ত্রী এবং ওলি সরকারের অন‍্যান‍্য নেতা মন্ত্রীদের পদত‍্যাগেই শান্ত হয়নি Gen Z আন্দোলন। কেপি শর্মা ওলি, মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল প্রচন্ড, প্রাক্তন প্রধানমন্ত্রী ও একীকৃত সমাজবাদীদের সভাপতি মাধব কুমার নেপাল, প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল, কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা, মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রকাশ মান সিং, ইউএমএল উপ-সভাপতি বিষ্ণু পৌডেল-সহ সমস্ত শীর্ষস্থানীয় বাসস্থান লক্ষ‍্য করেও হামলা করে আন্দোলনকারীরা।
advertisement
3/9
প্রবল বিক্ষোভের মুখে পড়েন নেতামন্ত্রীরা। প্রকাশ‍্যে বেশ কিছু নেতামন্ত্রীদের মারধর করা হয়েছে বলেও সূত্রের খবর। দেশ ছাড়ার জন্য নেপালের ত্রিভুবন বিমানবন্দর ব্যবহার করতে পারেন ওলি। বন্ধ করে দেওয়া হয় সেই বিমানবন্দরও। বাতিল করা হয় উড়ান। তাহলে কী নেপালেই এখনও আছেন প্রাক্তন প্রধামনন্ত্রী?
প্রবল বিক্ষোভের মুখে পড়েন নেতামন্ত্রীরা। প্রকাশ‍্যে বেশ কিছু নেতামন্ত্রীদের মারধর করা হয়েছে বলেও সূত্রের খবর। দেশ ছাড়ার জন্য নেপালের ত্রিভুবন বিমানবন্দর ব্যবহার করতে পারেন ওলি। বন্ধ করে দেওয়া হয় সেই বিমানবন্দরও। বাতিল করা হয় উড়ান। তাহলে কী নেপালেই এখনও আছেন প্রাক্তন প্রধামনন্ত্রী?
advertisement
4/9
সূত্রের খবর, বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছতেই দেশের শীর্ষ স্থানীয় রাজনৈতিক দলের প্রধান নেতাদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে নেপাল সেনাবাহিনী। সংবামদামাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এদের মধ্যে বেশিরভাগ নেতা এখন শিবপুরিতে অবস্থিত আর্মি স্টাফ কলেজে নেপালি সেনা, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপালি পুলিশের পাহারায় রয়েছেন। নিরাপত্তার কারণে তাদের সেনা ব্যারাকে রাখা হয়েছে।
সূত্রের খবর, বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছতেই দেশের শীর্ষ স্থানীয় রাজনৈতিক দলের প্রধান নেতাদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে নেপাল সেনাবাহিনী। সংবামদামাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এদের মধ্যে বেশিরভাগ নেতা এখন শিবপুরিতে অবস্থিত আর্মি স্টাফ কলেজে নেপালি সেনা, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপালি পুলিশের পাহারায় রয়েছেন। নিরাপত্তার কারণে তাদের সেনা ব্যারাকে রাখা হয়েছে।
advertisement
5/9
শীর্ষস্থানীয় কোন নেতা কোথায় রয়েছেন? কেপি শর্মা ওলি - প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ইউএমএল সভাপতি ওলি-কে কাঠমান্ডুর শিবপুরি অবস্থিত আর্মি স্টাফ কলেজে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী বাসভবনে আগুন লাগার পর, তাকে হেলিকপ্টারে সেখানে পৌঁছানো হয়। তিনি এখন সেনা ব্যারাকে থাকছেন।
শীর্ষস্থানীয় কোন নেতা কোথায় রয়েছেন?
কেপি শর্মা ওলি - প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ইউএমএল সভাপতি ওলি-কে কাঠমান্ডুর শিবপুরি অবস্থিত আর্মি স্টাফ কলেজে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী বাসভবনে আগুন লাগার পর, তাকে হেলিকপ্টারে সেখানে পৌঁছানো হয়। তিনি এখন সেনা ব্যারাকে থাকছেন।
advertisement
6/9
পুষ্প কমল দাহাল - মাওবাদী নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচন্ডও শিবপুরিতে অবস্থিত সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আছেন। সূত্রের খবর, তিনি নেপালি কংগ্রেস, ইউএমএল এবং একীকৃত সমাজবাদীদের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
পুষ্প কমল দাহাল - মাওবাদী নেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচন্ডও শিবপুরিতে অবস্থিত সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আছেন। সূত্রের খবর, তিনি নেপালি কংগ্রেস, ইউএমএল এবং একীকৃত সমাজবাদীদের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
advertisement
7/9
শের বাহাদুর দেউবা - প্রাক্তন প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি দেউবা এবং তার স্ত্রী আরজু প্রদর্শনকারীদের হামলায় আহত হয়েছিলেন। তাদের বুধনীলকন্ঠা অবস্থিত তাদের বাসভবন থেকে উদ্ধার করে একটি হাসপাতালে পৌঁছানো হয়েছিল। সেখানে তাদের চিকিৎসা চলছে।
শের বাহাদুর দেউবা - প্রাক্তন প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি দেউবা এবং তার স্ত্রী আরজু প্রদর্শনকারীদের হামলায় আহত হয়েছিলেন। তাদের বুধনীলকন্ঠা অবস্থিত তাদের বাসভবন থেকে উদ্ধার করে একটি হাসপাতালে পৌঁছানো হয়েছিল। সেখানে তাদের চিকিৎসা চলছে।
advertisement
8/9
নারায়ণ কাজী শ্রেষ্ঠ - সিনিয়র মাওবাদী নেতা শ্রেষ্ঠ-র হট্টিভান অবস্থিত বাসভবনে ভাঙচুর করা হয়েছিল। সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে নিরাপদ স্থানেই রয়েছেন তিনি।
নারায়ণ কাজী শ্রেষ্ঠ - সিনিয়র মাওবাদী নেতা শ্রেষ্ঠ-র হট্টিভান অবস্থিত বাসভবনে ভাঙচুর করা হয়েছিল। সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে নিরাপদ স্থানেই রয়েছেন তিনি।
advertisement
9/9
প্রাক্তন প্রধানমন্ত্রী ও একীকৃত সমাজবাদীদের সভাপতি মাধব কুমার নেপাল, প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল, প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রকাশ মান সিং এবং ইউএমএল উপ-সভাপতি বিষ্ণু পৌডেল-কে নিরাপত্তার কারণে শিবপুরি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী ও একীকৃত সমাজবাদীদের সভাপতি মাধব কুমার নেপাল, প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল, প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রকাশ মান সিং এবং ইউএমএল উপ-সভাপতি বিষ্ণু পৌডেল-কে নিরাপত্তার কারণে শিবপুরি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।
advertisement
advertisement
advertisement