Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড় থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার! ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার সহ উপাচার্য সবাই যাচ্ছেন ক্যাম্পাসে এখন। কিছুক্ষণ আগেই ছাত্রীটিকে ঝিলপাড়ে অচৈতন্য অবস্থায় পাওয়ার যায়৷ তারপর তাকে যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রহস্যজনক ঘটনা৷ ঝিলপাড় থেকে উদ্ধার ইংরেজি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রীর দেহ। ছাত্রীটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ক্যাম্পাসেরই ঝিলপাড় থেকে৷ কীভাবে ঘটনা ঘটল পুলিশের কাছেই স্পষ্ট নয় এখনও৷ স্পষ্ট নয় কলেজ কর্তৃপক্ষের কাছেও৷ মৃতার বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে ঘটনাটি বোঝার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার সহ উপাচার্য সবাই এখন ক্যাম্পাসে। কিছুক্ষণ আগেই ছাত্রীটিকে ঝিলপাড়ে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়৷ তারপর তাঁকে যাদবপুরের কেপিসি মেডিক্য়াল কলেজে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়।
সূত্রের খবর, ওঁর বন্ধুদের একাংশের দাবি, যে ওই ছাত্রী ঘুমের ওষুধ খেয়েছিল। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল পুকুরে ঝাঁপ দিয়ে। আর বন্ধুদের আরেকটা অংশ বলছে ও অত্যাধিক নেশা করেছিল আজকে। তারপর সে পুকুরে পড়ে যায়।
advertisement
advertisement
একাংশের দাবি, ‘রুহানিয়াত’ নামে একটি ফেস্ট ছিল কলেজে। সেই সময় কয়েকজন ঝিল পাড়ে বসে নেশা করছিল৷
জানা গিয়েছে, হাসপাতালে মৃতার পরিবারের মানুষজন গিয়েছে৷ নিমতাতে বাড়ি মৃতার। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে জলে পড়ে গিয়েছিল ওই ছাত্রী। সহপাঠীরা তুলেছিল।
শরীরের বাইরে কোনও আঘাতের চিহ্ন নেই। পরনের পোশাকেও কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলে জানা গিয়েছে৷ স্পটের আশপাশের ফুটেজ দেখা হচ্ছে৷
advertisement
ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলছিল পাশেই। তারই মধ্যে এই ঘটনা৷ জলে কি নিজে পড়ে গেল না কি কেউ ধাক্কা দিল? সবটাই দেখা হচ্ছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখলে আরও স্পষ্ট হবে বিষয়টা৷ মনে করছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
September 12, 2025 12:02 AM IST