লিটনের ঝোড়ো হাফ সেঞ্চুরি, হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Last Updated:

Bangladesh vs Hong Kong: জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারাল বাংলা টাইগার্সরা।

News18
News18
জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারাল বাংলা টাইগার্সরা। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে হংকং। জবাবে জবাবে লিটন দাসের ঝোড়ো হাফ সেঞ্চুরি ও তোহি হৃদয়ের ৩৫ রানের ইনিংসের সৌজন্যে ১৪ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হংকং। নিজাকত খানের ৪২ রানের ইনিংস, ইয়াসমিন মুরতাজার ২৮ ও জিশান আলির ৩০ রানের ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ১৪৩ রান করে হংকং। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানজিম হাসান শাকিব, রিশাদ হোসেন।
advertisement
যদিও সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলটি ডট হলেও পরের দুই বলেই বাউন্ডারি হাঁকিয়ে ভালো সূচনা করেন পারভেজ হোসেন ইমন। আয়ুশ শুক্লার করা দ্বিতীয় বলটিতে ড্রাইভ করে কভারের ওপর দিয়ে চার মারেন ইমন। পরের বলেও ইন সাইড এজ হয়ে আরেকটি চার পেয়ে যান তিনি।
advertisement
advertisement
তবে তৃতীয় ওভারে আয়ুশকে মারতে গিয়ে ১৪ বলে ১৯ রান করে আউট হয়ে ফিরে যান ইমন। এরপর তানজিদ হাসান দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে ১৮ বলে ১৪ রান করে আউট হন। আতিক ইকবালের বলে মিড অফে ক্যাচ দেন তানজিদ।
advertisement
এরপর তোহিদ হৃদয় ও লিটন দাস ৭০ বলে ৯৫ রানের একটি জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ধরে রাখেন। যদিও লিটন ইনিংসের ১৮তম ওভারে ৩৯ বলে ৫৯ রান করে বোল্ড হয়ে যান। তবে এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। হৃদয় ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন এবং দলকে জয় এনে দেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
লিটনের ঝোড়ো হাফ সেঞ্চুরি, হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement