Easy Recipe of Jalebi: রসে টইটুম্বুর জিলিপি, তাও আবার এক্কেবারে মচমচে, নিজেই বানিয়ে নিন বাড়িতে

Last Updated:

Easy Recipe of Jalebi: বাড়িতেই সহজে বানিয়ে ফেলুন মুচমুচে  জিলিপি! রইল রেসিপি

+
জিলাপি 

জিলাপি 

দক্ষিণ ২৪ পরগনার: সবেমাত্র শেষ হয়েছে বাঙালি বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর শেষে বিজয়ার মিষ্টিমুখ চলে। কালীপুজোর আগে পর্যন্ত। বিজয়ার জন্য যদি আপনি নিজের হাতে তৈরি করে ফেলতে পারেন সুন্দর মিষ্টি তাহলেই আর এর মধ্যে অন্যতম হলজিলাপি। আমরা যেকোনো অনুষ্ঠানে জিলিপি খেয়ে থাকি।
এই জিলিপি দোকান থেকে কিনতে গেলে স্বাস্থ্যকর উপায়ে সেটি বানানো হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ থাকে, তবে যদি বাড়িতে বানানো যায় তাহলে এই ধরনের বিপদ কম থাকে। কিভাবে বানাবেন তা জেনে নিন। এক কাপ ময়দা, তিন থেকে চার কাপ জল, এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা। দুই কাপ চিনি, যদি মনে করে না এক টেবিল চামচ ঘি ও দিতে পারে ন, এর সঙ্গে ভাজার জন্য লাগবে দেড় কাপ তেল।
advertisement
advertisement
এক ঘণ্টা পরে মেখে রাখা ব্যাটারের মধ্যে বেকিং সোডা মিশিয়ে আবার দুই মিনিট ফেটে নিতে হবে। পরে কড়াইয়ে তেল গরম করে হালকা আঁচে মুচমুচে করে জিলাপি ভাজতে হবে। চিনির রসে এক মিনিটের মতো রেখে তা উঠিয়ে নিতে হবে। জিলাপি ভাজার জন্য স্টিলের ঘটি নিজের দিকে ছিদ্র করা ব্যবহার করা যেতে পারে।
advertisement
এরপর জিলিপি তৈরি হয়ে গেলে অতিথিকে আপনি পরিবেশন করতে পারবেন। আর এইভাবে অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন জিলিপি।
Suman Saha
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Easy Recipe of Jalebi: রসে টইটুম্বুর জিলিপি, তাও আবার এক্কেবারে মচমচে, নিজেই বানিয়ে নিন বাড়িতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement