Lakshmi Puja 2024 Do's and Don'ts: মা লক্ষ্মী আসছেন, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন এই কাজগুলি করুন তাহলেই কপালে হাসবে সুদিনের সোনা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Lakshmi Puja 2024 Dos' and Don'ts: বুধবার না বৃহস্পতিবার কোনদিন করছেন লক্ষ্মীপুজো, পঞ্জিকা মতে কখন করবেন পুজো, আর পুজোয় কী কী করবেন জানুন না হলে বড়সড় ক্ষতি হবে
লক্ষ্মী ৬টি বিশেষ গুণের দেবী। তিনি বিষ্ণুর শক্তিরও উৎস। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে, লক্ষ্মী সীতা ও রাধা রূপে তাদের সঙ্গিনী হন। কৃষ্ণের স্ত্রীদেরও লক্ষ্মীর অবতাররূপে কল্পনা করা হয়। বিশ্বাস করা হয় যে লক্ষ্মী যে বাড়িতে থাকেন, সেখানে টাকার অভাব থাকে না। জেনে নিন লক্ষ্মী পুজোর দিন কোন কোন কাজ অবশ্যই করা উচিত।
advertisement
কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনা করলে সকলের মনোবাসনা পূর্ণ হয়। লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই দিন লক্ষ্মী পুজোর সঙ্গে নারায়ণ পুজো করলে সারা বছর দেবীর কৃপা পাওয়া যায়। এই দিনে পাঁচটি কুমারী মেয়েকে তাঁদের পছন্দ মতো কিছু উপহার দিলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন। সঙ্গে যদি সম্ভব হয় এই দিন গঙ্গায় স্নান করুন, এতে অত্যন্ত পুণ্য অর্জন করা যায়। এই তিথিতে সন্ধ্যাবেলা লক্ষ্মীদেবীর পুজো করে। নারকেলের জল খেলে এবং চিঁড়ে খেলে ভাল হয়।
advertisement
জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, মায়ের কৃপাদৃষ্টি পেতে গেলে ওই দিন কয়েকটি কাজ করা বাঞ্ছনীয়। যা করলে স্বয়ং মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন। হিন্দু ধর্ম অনুসারে মা লক্ষ্মী হলেন ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি নারায়ণের পত্নী। বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী যে বাড়িতে বসবাস করেন, সেখানে অর্থের অভাব থাকে না। জেনে নিন লক্ষ্মী পুজোর দিন কোন কোন কাজ অবশ্যই করা উচিত।
advertisement
পরমান্ন রান্না করে চাঁদের আলোয় রাখুন: দেবী লক্ষ্মী হলেন রজঃ গুণের প্রতীক। সংসারে জীবন ধারণ করার জন্য এই রজঃ গুণের বিশেষ সমাদর রয়েছে শাস্ত্রে। আর্থিক শ্রীবৃদ্ধির জন্য কোজাগরী লক্ষ্মীপুজোর দিন পরমান্ন তৈরি করে তা সন্ধ্যাবেলায় চাঁদের আলোয় রাখুন। প্রয়োজন হলে একটি নেট বা মশারির কাপড় দিয়ে সেই পায়েস ঢেকে রাখুন। পরের দিন ওই পায়েসান্ন বাড়ির সবাই মিলে খান। প্রথাগত বিশ্বাস অনুযায়ী, এতে শরীরও সুস্থ থাকে। এবং ঘরের আর্থিক শ্রীবৃদ্ধিও হয়।
advertisement
advertisement
advertisement
advertisement