Food: কোয়েলের মাংস ও রুটি খেতে ভিড়! পুজোয় খেতে পারেন এই পদের খাবার! কোথায় জানুন

Last Updated:

খাদ্য রসিকদের কথায়, কোয়েলের মাংস প্রোটিন, ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। এটি কম চর্বিযুক্ত, সহজপাচ্য এবং হৃদরোগ ও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে।

+
News18

News18

নবগ্রাম : শরীরের প্রধান খাদ্য উপাদানের মধ্যে আমিষ বা প্রোটিন অন্যতম। আমিষের দৈনন্দিন চাহিদা পুরনের জন্য দ্বিতীয় শ্রেণির প্রোটিন অর্থাৎ প্রাণিজ আমিষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রাণিজ আমিষের ভাল একটি উৎস কোয়েলের মাংস। কোয়েল পাখির মাংস পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এটি সুস্বাদু, সহজপাচ্য এবং বিভিন্ন শারীরিক উপকারিতার জন্য জনপ্রিয়।
সামনেই বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব দুর্গাপুজো ।আর দুর্গাপুজোতে অনেকেই ঘুরতে যেতে চান পাহাড়, এমনকি নবাবের শহর মুর্শিদাবাদে। সড়ক পথ দিয়ে মুর্শিদাবাদ দিয়ে যাওয়ার সময় একবার ঘুরে আসতেই পারেন পলসন্ডা অবস্থিত এক ধাবাতে। এই ধাবায় রুটি তরকারি ছাড়াও মিলবে কোয়েল পাখির মাংস। মুর্শিদাবাদের ১২ নম্বর জাতীয় সড়কের উপর পলসন্ডা আছে বিখ্যাত ধাবা। আর সেই ধাবায় কোয়েলের মাংস খেতে ভিড় জমে পর্যটকদের। পাওয়া যায় বাটার কোয়েল, তন্দুরি কোয়েল, কোয়েল স্পেশাল মাংস। এই কোয়েলের মাংস বিভিন্ন দামে বিক্রি করা হয়। ১৯০ টাকা থেকে প্লেট হিসেবে বিক্রি হয়।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
খাদ্য রসিকদের কথায়, কোয়েলের মাংস প্রোটিন, ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। এটি কম চর্বিযুক্ত, সহজপাচ্য এবং হৃদরোগ ও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে। কোয়েলের মাংসে উচ্চমাত্রার প্রোটিন ছাড়াও আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন এ, বি ও ডি, এবং ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকে।
advertisement
বিক্রেতারা জানিয়েছেন, এই ধাবায় কোয়েলের মাংস ও রুটি খেতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। তার কারণ কোয়েলে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান। এতে প্রোটিন, ভিটামিন, খনিজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান রয়েছে, যা শরীরের সঠিক বৃদ্ধি ও বিকাশে সহায়ক।
advertisement
তন্ময় মন্ডল
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Food: কোয়েলের মাংস ও রুটি খেতে ভিড়! পুজোয় খেতে পারেন এই পদের খাবার! কোথায় জানুন
Next Article
advertisement
Lionel Messi and Shahrukh Khan: কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
  • কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ !

  • মেসির সঙ্গে দেখা শাহরুখ খানের

  • দু’জনের মধ্যে কী কথা হল?

VIEW MORE
advertisement
advertisement