Japanese Food at Bankura: নারুটোর প্রিয় রামেন এখন বাঁকুড়ায়! কম দামে পেয়ে যান টেস্টি জাপানিজ খাবার

Last Updated:
খুবই কম মূল্যে বাঁকুড়ায় পেয়ে যাবেন এই বিদেশি খাবারগুলি!
1/6
বাঁকুড়ায় পাওয়া যাচ্ছে নামিদামি বিদেশি খাবার। আপনি কি জানেন বাঁকুড়ায় পেয়ে যাবেন জাপানিজ খাবার। বিখ্যাত এই খাবার বাচ্চাদের মুখে মুখে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়ায় পাওয়া যাচ্ছে নামিদামি বিদেশি খাবার। আপনি কি জানেন বাঁকুড়ায় পেয়ে যাবেন জাপানিজ খাবার। বিখ্যাত এই খাবার বাচ্চাদের মুখে মুখে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
জনপ্রিয় জাপানিজ অ্যানিমেশন চরিত্র নারুতোর প্রিয় খাবার রামেন পাওয়া যাচ্ছে বাঁকুড়ায়। একদম ইচিরাকু স্ট্যাইলে রাখার স্টাইল। তার জন্য আসতে হবে বাঁকুড়ার কলেজ মোড়ে সুশিলের ফুড স্টলে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
জনপ্রিয় জাপানিজ অ্যানিমেশন চরিত্র নারুতোর প্রিয় খাবার রামেন পাওয়া যাচ্ছে বাঁকুড়ায়। একদম ইচিরাকু স্ট্যাইলে রাখার স্টাইল। তার জন্য আসতে হবে বাঁকুড়ার কলেজ মোড়ে সুশিলের ফুড স্টলে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
বাঁকুড়ায় পাওয়া যাচ্ছে নিজের পছন্দমত কাস্টমাইজ করা বার্গার। চিকেন পছন্দ? অথবা পছন্দ চীস? নিজের পছন্দমত বলুন এবং কাস্টমাইজ করে খেয়ে নিন বার্গার। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়ায় পাওয়া যাচ্ছে নিজের পছন্দমত কাস্টমাইজ করা বার্গার। চিকেন পছন্দ? অথবা পছন্দ চিস? নিজের পছন্দমত বলুন এবং কাস্টমাইজ করে খেয়ে নিন বার্গার। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
এখন কলেজ মোড়ে,
এখন কলেজ মোড়ে," ইও পিজ্জা" পেয়ে যাবেন আপনার পছন্দমত বার্গার এবং পিজ্জা। দাম শুরু মাত্র ৭০ টাকা থেকে। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
দোকানের কর্ণধার রকি গরাই বলেন,
দোকানের কর্ণধার রকি গরাই বলেন," নতুনত্ব খাবার বাঁকুড়া শহরে পাওয়া যায় না। পাওয়া যায় না বললে ভুল হবে, পাওয়া যেত না। পিৎজা ভালই বিক্রি হয়।"
advertisement
6/6
বাঁকুড়ার পাঁচবাগাতে শংকর স্ন্যাকস এন্ড ফুড স্টলে পাওয়া যাচ্ছে স্বর্মা প্লেট রোল। ভূমধ্যসাগরীয় এই খাবার, পুরো দমে বিক্রি হচ্ছে বাঁকুড়ায়। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়ার পাঁচবাগাতে শংকর স্ন্যাকস এন্ড ফুড স্টলে পাওয়া যাচ্ছে স্বর্মা প্লেট রোল। ভূমধ্যসাগরীয় এই খাবার, পুরো দমে বিক্রি হচ্ছে বাঁকুড়ায়। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
advertisement