নবকোটি থেকে কোনরাড়, কামাক্ষী থেকে লক্ষ্মী! এবারের অষ্টমীর অঞ্জলি জমিয়ে দিন দেশের নানা প্রান্তের দেবীর প্রিয় লাল-সাদা শাড়িতে!

Last Updated:

Durga Puja 2022: এখানে কালার প্যালেট জুড়ে কেবলই ছড়িয়ে থাকবে নদীর চরে বিছিয়ে থাকা কাশের সাদা আর রজোগুণা দেবীর লাল রঙ। লাল-সাদা শাড়ি ছাড়া বাঙালির দুর্গাপুজোর অঞ্জলি হয় না।

নজর কাড়বেন আপনিও
নজর কাড়বেন আপনিও
মাইকে ঘোষণা হল কী না হল, তড়িঘড়ি মণ্ডপের দিকে ছুট! শাড়ির কুঁচির ভাঁজ ছড়িয়ে পড়েছে প্রাণখোলা হাসির মতো, সবে স্নান সেরে ওঠা ভেজা চুলে আসন্ন হেমন্তের হিম ঝরার ইঙ্গিত, ভিড়ের মাঝে গায়ে-মাথায় সুখের মতো লেগে থাকা ফুলের কুচি! দুর্গাষ্টমীর (Durgashtami 2022) অঞ্জলির মেয়েদের সাজ বলতে এই ছবিটাই সবার আগে চোখে পড়ে। কিন্তু ছবির তো একটা রঙও থাকে, না কি? এখানে কালার প্যালেট জুড়ে কেবলই ছড়িয়ে থাকবে নদীর চরে বিছিয়ে থাকা কাশের সাদা আর রজোগুণা দেবীর লাল রঙ। লাল-সাদা শাড়ি ছাড়া বাঙালির দুর্গাপুজোর অঞ্জলি হয় না।
কথা হল, দুর্গাষ্টমীর অঞ্জলি মানেই বেশিরভাগ মহিলাই একবাক্যে হাতে তুলে নেন জামদানি। পুজোর ভিড়ে জামদানি চোখে পড়বে না, এমনটা কখনও হয় না। দলে আলাদা হতে চাইলে তাহলে কর্তব্যটা কী?
বেছে নিতে হবে নানা প্রদেশের শাড়ি। যা চট করে সবার মাথায় আসবে না। সব চেয়ে বড় কথা, যে তালিকা দেওয়া হল, তা বিশেষ ভাবে বোনা শুরুই হয়েছিল দেবীর জন্য। পাওয়া যাবে অনলাইনে, এখন অর্ডার দিলে এসেও যাবে দিন কয়েকের মধ্যে। তার পর দর্জিকে একটু হাতে-পায়ে ধরে ব্লাউজটাও করিয়ে নিলেই আর পায় কে!
advertisement
advertisement
১. মনমোহন মুগা
অসমের সাবেকি শাড়ি, এখন নানা রঙে এলেও আদতে এর বুনন লাল-সাদাই। জমি জুড়ে ইতিউতি কলকা, তেকোণা বা নেহাতই সাবেকি ফুল বুটি, পাড়ে আর আঁচলে ভারি আলপনার মতো লতার নকশা- মেজাজে একটু জামদানির মতো হলেও তত হালকা নয়, বরং দেবীর রূপের গাম্ভীর্যই নিয়ে আসবে। অসমের বিখ্যাত কালিকাপুরাণও বলছে- দেবীর নিত্য সাজের অপরিহার্য অঙ্গই এই মুগা (Muga Saree) শাড়ি, বিশেষ করে তা যদি লাল-সাদা হয়।
advertisement
২, কটি বেয়ে নবকোটি
এ রীতিমতো পবিত্র বস্ত্র। বোনা শুরু হয়েছিল জগন্নাথের জন্য। একে একে গায়ে উঠেছে শক্তিরূপিণী সুভদ্রা, বিমলারও। ওড়িশার এই খান্ডুয়া (Khandua Saree) বা নবকোটি শাড়ির (Navkoti Saree) তাই ব্যাপারই আলাদা। আঁচলে-পাড়ে গীতগোবিন্দের কোনও এক দৃশ্য এক লহমায় পুজোর দিন জমজমাট করে তুলবে। আর জমি? আসল মজা তো সেখানেই। খোপের ভিতরে থাকবে মঙ্গল কলস, পশু, পাখি, ফুল- সব মিলিয়ে নয়টি পবিত্র চিহ্ন। নানা রঙে পাওয়া গেলেও দুর্গাষ্টমীর দিন লাল-সাদা নবকোটি পরলে সবাই মনে রাখবে।
advertisement
৩. ময়ূর বুটি কাঞ্চীপুরম
যেমন রেশম, তেমনই সুতির শাড়ির জন্যও প্রসিদ্ধি আছে দক্ষিণ ভারতের এই এলাকার। কাঞ্জিভরম নয় কিন্তু, আমরা বলছি কাঞ্চীপুরম শাড়ির (Kanchipuram Saree) কথা। কাঞ্চীপুরমের মজাই এই- ভারিও নয়, হালকাও নয়, এমন আভিজাত্যে শরীর মুড়ে দেয়। এক্ষেত্রে লাল-সাদা রঙের সঙ্গে বিশেষ করে বেছে নেওয়া যায় ময়ূর বুটি। চেক শাড়ির খোপে খোপে একটায় ময়ূর, অন্যটায় ফুল- ধ্রুপদী সাজের জন্য আর কী চাই! দেশের অন্যতম বিখ্যাত মন্দিরের অধিষ্ঠাত্রী কামাক্ষী দেবীরও বিশেষ পছন্দ এই শাড়ি, দক্ষিণেশ্বরের ভবতারিণীর যেমন বারাণসী বস্ত্র!
advertisement
৪. শরীর-কোণে কোনরাড়
এই শাড়িও দক্ষিণ ভারতের, বলাই হয় একে মন্দির শাড়ি। কেন না, খাস দেবীর জন্যই তৈরি হত কোনরাড় (Konrad Saree)। ভারি জরির আঁচল-পাড়, জমিতে কিন্তু শুধুই একটু বড় চেক। খুব সাদামাটা লাগছে কি? যে শাড়িতে দেবীর অঙ্গসজ্জা হয়, তা কি তাঁরই পুজোর দিনে নজরকাড়া না হয়ে যায়?
৫. গরদ নয়, গাদোয়াল
জামদানির মতো লাল-সাদা গরদও পরবেন অনেকেই। সেই ভিড় বাঁচাতে কাজে আসবে ওই একই রঙের গাদোয়াল (Gadwal Saree)। চওড়া পাড় আর আঁচলের লাল-সোনালি জরি আলো ছড়াবে গর্জন-তেলমাখা দেবীর মুখের মতো, সাদা খোলে জমা থাকবে শ্রদ্ধার সবটুকু। মজার ব্যাপার হল, এও কিন্তু পুজোর শাড়ি- ব্রহ্মোৎসবের প্রথম দিনে দেবী লক্ষ্মী, দেবী পদ্মাবতীর সঙ্গে তিরুপতিও ধারণ করেন তেলঙ্গানার এই সাবেকি বসনের বুনন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নবকোটি থেকে কোনরাড়, কামাক্ষী থেকে লক্ষ্মী! এবারের অষ্টমীর অঞ্জলি জমিয়ে দিন দেশের নানা প্রান্তের দেবীর প্রিয় লাল-সাদা শাড়িতে!
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement