পুজোয় ঘরে আলপনা খুবই সুন্দর, কিন্তু কোন ডিজাইনে মঙ্গলাচার হয় না জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
শিখে নিলেই ব্যাপারটা হাতি-ঘোড়া কিছু নয়, এক-দুই টানের পর থেকেই সব নকশা একেবারে খাপে খাপে ফুটে উঠবে।
#কলকাতা: শুধু গৃহসজ্জা কিন্তু নয়, এ হল আদতে মঙ্গলাচার। অর্থাৎ এরই টানে জীবন মঙ্গলময় হয়, সুখের বসতে নিত্য অধিষ্ঠান হয় দেব-দেবীর। তা, মায়ের আসার সময় তো হয়ে এল। ব্যস্ততার দিনে সারি সারি শূন্য মেঝের মাঝে যদি আলপনা টানা গৃহকোণ তাঁর চোখে পড়ে, তিনি কি আর প্রসন্ন হবেন না!
তবে আলপনা দেওয়ার কিছু নিয়ম আছে। সেগুলো শিখে নিলেই ব্যাপারটা হাতি-ঘোড়া কিছু নয়, এক-দুই টানের পর থেকেই সব নকশা একেবারে খাপে খাপে ফুটে উঠবে।
আরও পড়ুন: ঘরে থাকা এই খাবারে হু হু করে ওজন কমবে, একবার পরীক্ষা করেই দেখুন না!
১. বাঙালির আলপনা কিন্তু সর্বভারতীয় রঙ্গোলির চেয়ে আলাদা। রঙ্গোলিতে নানা উজ্জ্বল রঙ আর ফুলের প্রাধান্য, এখানে শুধুই সাদা রঙ আর নকশার।
advertisement
advertisement
২. সেই সাদা রঙ তৈরি করতে হয় চাল ভিজিয়ে। একটু মোটা দানার সস্তা চাল ভিজিয়ে রেখে গ্রাইন্ডারে পিষে নিতে হবে, গোলা রঙের মতো ঘন হবে সেটা। চাইলে দোকান থেকে সাদা রঙ কিনেও নেওয়া যায়।
৩. এবার আলপনা দেওয়া শুরু করতে হবে। নকশা কেমন হবে? সেটা ঠিক হবে জায়গা বুঝে। যেমন, দরজার কাছে শঙ্খ বা লতা। আবার পুজোর ঘরে বা বসার ঘরের মাঝখানে বড় বা ছোট গোল আলপনা। থালা বসিয়ে তার চারপাশ দিয়ে রঙ টেনে গোল করা যায়। এবার সেই গোলের বাইরের দিকে গা বেয়ে ছেড়ে ছেড়ে পদ্মের পাপড়ি করে, পাপড়ির সূচালো কোণে একটা করে বিন্দু বসিয়ে দিলেই সহজ সরল মনকাড়া আলপনা দেওয়া হয়ে যাবে। লতার নকশা চাইলে একটা বক্ররেখা করে দুই ধারে অল্প ছেড়ে পাতা এঁকে দিলেই হয়।
advertisement
আরও পড়ুন: শসা হজম হতে সময় নেয়, আপনি কি রোজই শসা খান? কী সমস্যা হতে পারে জানুন
৪. আলপনার রঙ সাবেকি পদ্ধতিতে তৈরি করলে তা গড়িয়ে যাওয়ার একটা ভয় থাকে। তাই চালবাটা যতটা হবে, তার এক চতুর্থাংশ জল নিলেই যথেষ্ট।
৫. চৌকাঠে লতার নকশা ছাড়া আর কিছু মানায় না, এক্ষেত্রে চৌকাঠের উপরেই তা দেওয়া যেতে পারে।
advertisement
৬. শঙ্খ নকশা কঠিন কাজ মনে হলে কলকা করা যাক, তেমন কিছু ঝক্কি নেই, স্রেফ একটু বড় করে একটা বাংলার পাঁচ (৫) এঁকে মুখটা একটু সূচালো করে তার পর বিন্দু বসাতে হবে। এবার কলকার গা বেয়ে চন্দন পরানোর মতো আরও কয়েকটা বিন্দু ছেড়ে ছেড়ে বসানো যায়, দেখতে সুন্দর লাগবে।
৭. তবে হ্যাঁ, চৌকো বা ত্রিভুজ আলপনা না করাই ভাল- ওটা সাবেকি নয়। পুজোয় যখন নিয়ম ভাঙি না আমরা এক্ষেত্রে কেন করতে যাব!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2022 12:09 PM IST