Travel News: শীতের শুরুতেই বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিচ্ছে সুতানের জঙ্গল। পাতা ঝরার মরশুমে এই জঙ্গল এক অন্য রূপে ধরা দেয়—শাল, মহুয়া ও পলাশ গাছের শুকনো পাতায় ঢেকে যায় জঙ্গলের পথঘাট, চারদিকে ছড়িয়ে পড়ে নরম বাদামি ও সোনালি রঙের আবহ।
Last Updated: December 16, 2025, 21:03 IST


