#কলকাতা: শীতের ত্বক মানেই শুষ্কতা (dry skin in winter)৷ বাকি বছর যাঁদের ত্বক চিপচিপে, চটচটে, তাঁদেরও ঈষৎ টান লাগে শীতের রুক্ষতায়৷ বাতাসে শুকনো টান এ সময় হাইড্রেটেড স্কিনকে শুকনো করে তোলে৷ তাই একটু বেশি যত্ন নিতেই হবে৷ আর যাঁদের ত্বক শুকনো, তাঁদের শীতকালে ত্বকের সমস্যা অনেকটাই বেড়ে যায়৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে তাঁরা কিছুটা সময় রাখুন রূপটানের জন্য৷ ক্লেঞ্জিং, টোনিং, ময়শ্চরাইজিংয়ের পাশাপাশি এটুকু বাড়তি যত্ন আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে (care for dry skin)৷
রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই সব মেকআপ তুলে ফেলুন৷ নয়তো ত্বকে প্রসাধনীর স্পর্শ থাকলে স্কিনপোরসের মুখ বন্ধ হয়ে যায়৷ মেক আপ তোলার জন্য ময়শ্চারাইজিং মাইসেলার ওয়াটার ব্যবহার করুন৷ পরিবর্তে ব্যবহার করতে পারেন পুষ্টিকর কোনও ক্লেঞ্জিং বাম৷ ত্বকের উপর এর আলতো পরশ মুছে ফেলুন ওয়াইপ দিয়ে৷
আরও পড়ুন: শিল্পা শেট্টীর চিরতরুণ ত্বক ও রূপের রহস্য লুকিয়ে এই পরিচিত ফলেই
আপনার ত্বক যদি খুব শুকনো হয়, তাহলে ফোম বা জেল ক্লেঞ্জারের বদলে নিন ক্রিম বেসড ক্লেঞ্জার৷
ক্রিম এবং সিরাম ব্যবহারের মাঝে ভারী ময়শ্চারাইজার ত্বকে মাখুন৷ এর ফলে আপনার ত্বকে উপযুক্ত ময়শ্চার পৌঁছয়৷ ত্বক হাইড্রেটেড থাকে৷
আরও পড়ুন: নিখুঁত রূপের আলোয় বিয়েবাড়ির মধ্যমণি হয়ে উঠতে চান? ধাপে ধাপে সাজুন এভাবে
হাইড্রেটিং সিরাম দেওয়ার পর ত্বকে দিন ভেষজ কোনও তেল৷ এর ফলে আপনার ত্বকের আর্দ্রতা বন্দি থাকবে, হারিয়ে যাবে না৷
ত্বক যদি খুব শুষ্ক হয় তবে অবশ্যই ব্যবহার করুন ভারী ক্রিম বা ময়শ্চারাইজার৷ এর ফর্মুলা রাতভর আপনার ত্বকে তৈলাক্তভাব ধরে রাখবে৷
আরও পড়ুন: ব্রণ নিয়ে এই ভুল ধারণাগুলো মানছেন নাকি? এখনই বেরিয়ে আসুন ভ্রান্তি কাটিয়ে
অনেক সময় রাতে ঘুম ভেঙে গেলে ত্বকের শুকনো, টানটান ভাব অনুভূত হয়৷ সে সময় কিছুটা জলপানের পর ময়শ্চারাইজার মেখে নিন৷ বিছানার কাছেই রাখুন ফেস মিস্ট৷ ত্বকের উপর প্রয়োজনমতো স্প্রে করে নিন৷ সকালে ঘুম ভাঙলে ত্বকের শুকনো ভাব আর অনুভূত হবে না৷ তার বদলে ত্বক থাকবে সতেজ ও আর্দ্র৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।