হোম /খবর /লাইফস্টাইল /
রাতে ঘুমোতে যাওয়ার আগে একটুখানি সময়, শীতেও আপনার শুকনো ত্বক থাকবে পেলব

Care for dry skin: রাতে ঘুমোতে যাওয়ার আগে একটুখানি সময়, শীতেও আপনার শুকনো ত্বক থাকবে পেলব

এছাড়া ত্বকের কোষে পুষ্টি জোগাতে ভিটামিন সি সিরাম প্রয়োজনীয়। গরমে ত্বকের উপর যেমন ধকল যায়, তেমনই এর পুষ্টিও দরকার।

এছাড়া ত্বকের কোষে পুষ্টি জোগাতে ভিটামিন সি সিরাম প্রয়োজনীয়। গরমে ত্বকের উপর যেমন ধকল যায়, তেমনই এর পুষ্টিও দরকার।

ক্লেঞ্জিং, টোনিং, ময়শ্চরাইজিংয়ের পাশাপাশি এটুকু বাড়তি যত্ন আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে (care for dry skin)

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: শীতের ত্বক মানেই শুষ্কতা (dry skin in winter)৷ বাকি বছর যাঁদের ত্বক চিপচিপে, চটচটে, তাঁদেরও ঈষৎ টান লাগে শীতের রুক্ষতায়৷ বাতাসে শুকনো টান এ সময় হাইড্রেটেড স্কিনকে শুকনো করে তোলে৷ তাই একটু বেশি যত্ন নিতেই হবে৷ আর যাঁদের ত্বক শুকনো, তাঁদের শীতকালে ত্বকের সমস্যা অনেকটাই বেড়ে যায়৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে তাঁরা কিছুটা সময় রাখুন রূপটানের জন্য৷ ক্লেঞ্জিং, টোনিং, ময়শ্চরাইজিংয়ের পাশাপাশি এটুকু বাড়তি যত্ন আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে (care for dry skin)৷

রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই সব মেকআপ তুলে ফেলুন৷ নয়তো ত্বকে প্রসাধনীর স্পর্শ থাকলে স্কিনপোরসের মুখ বন্ধ হয়ে যায়৷ মেক আপ তোলার জন্য ময়শ্চারাইজিং মাইসেলার ওয়াটার ব্যবহার করুন৷ পরিবর্তে ব্যবহার করতে পারেন পুষ্টিকর কোনও ক্লেঞ্জিং বাম৷ ত্বকের উপর এর আলতো পরশ মুছে ফেলুন ওয়াইপ দিয়ে৷

আরও পড়ুন: শিল্পা শেট্টীর চিরতরুণ ত্বক ও রূপের রহস্য লুকিয়ে এই পরিচিত ফলেই

আপনার ত্বক যদি খুব শুকনো হয়, তাহলে ফোম বা জেল ক্লেঞ্জারের বদলে নিন ক্রিম বেসড ক্লেঞ্জার৷

ক্রিম এবং সিরাম ব্যবহারের মাঝে ভারী ময়শ্চারাইজার ত্বকে মাখুন৷ এর ফলে আপনার ত্বকে উপযুক্ত ময়শ্চার পৌঁছয়৷ ত্বক হাইড্রেটেড থাকে৷

আরও পড়ুন: নিখুঁত রূপের আলোয় বিয়েবাড়ির মধ্যমণি হয়ে উঠতে চান? ধাপে ধাপে সাজুন এভাবে

হাইড্রেটিং সিরাম দেওয়ার পর ত্বকে দিন ভেষজ কোনও তেল৷ এর ফলে আপনার ত্বকের আর্দ্রতা বন্দি থাকবে, হারিয়ে যাবে না৷

ত্বক যদি খুব শুষ্ক হয় তবে অবশ্যই ব্যবহার করুন ভারী ক্রিম বা ময়শ্চারাইজার৷ এর ফর্মুলা রাতভর আপনার ত্বকে তৈলাক্তভাব ধরে রাখবে৷

আরও পড়ুন: ব্রণ নিয়ে এই ভুল ধারণাগুলো মানছেন নাকি? এখনই বেরিয়ে আসুন ভ্রান্তি কাটিয়ে

অনেক সময় রাতে ঘুম ভেঙে গেলে ত্বকের শুকনো, টানটান ভাব অনুভূত হয়৷ সে সময় কিছুটা জলপানের পর ময়শ্চারাইজার মেখে নিন৷ বিছানার কাছেই রাখুন ফেস মিস্ট৷ ত্বকের উপর প্রয়োজনমতো স্প্রে করে নিন৷ সকালে ঘুম ভাঙলে ত্বকের শুকনো ভাব আর অনুভূত হবে না৷ তার বদলে ত্বক থাকবে সতেজ ও আর্দ্র৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Dry skin, Skincare, Winter