ব্রণ বা অ্যাকনে হলে কিছু করার দরকার নেই৷ নিজের থেকে হবে আবার নিজে নিজেই সেরে যাবে-এই বিশ্বাসে চুপ করে বসে থাকেন অসংখ্য ব্রণ জর্জরিত মুখ৷ এই ধারণা সর্বৈব ভুল৷ ব্রণ বা অ্যাকনে আপনাআপনি সেরে যায় না৷ এই সমস্যার শিকড় লুকিয়ে ত্বকের গভীরে৷ তাই ব্রণ সংক্রমণে ঘরোয়া টোটকার পাশাপাশি প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়৷