Dangerous Packaging Water:সস্তায় বোতলবন্দি লিটার লিটার জল কিনে বিপদ ডেকে আনছেন না তো? কেনার আগে জানুন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
আসলে কোন জল খাবার উপযোগী? আদৌ আমরা সেই জল খাচ্ছি কিনা। তবে এ বিষয়ে যে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকলে আর ভুল করবেন না।
হাওড়া: সস্তায় জল কিনে খাচ্ছেন, অজান্তে সেই জল শরীরে বিপদ ঘটাচ্ছে না তো? জল পানীয় উপযোগী না করেই জারে ভিড় বাজারজাত করছে। সেই জল মানব শরীরে কখনও মারণ রোগের কারণও হতে পারে। এর শিকার আপনি নন তো?
আসলে আমি-আপনি সাধারণ মানুষের মধ্যে বোঝা কঠিন। আসলে কোন জল খাবার উপযোগী? আদৌ আমরা সেই জল খাচ্ছি কিনা। তবে এ বিষয়ে যে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকলে আর ভুল করবেন না।
আরও পড়ুনPutrajivak Beej Importance: মহিলাদের জন্য বড় আশীর্বাদ, পুত্রজীবক বীজে বাড়বে সন্তান ধারণের ক্ষমতা, কমবে নানা অসুখ, আজই নিয়ে আসুন বাড়িতে
জলের আরেক নাম জীবন। আবার ক্ষেত্রবিশেষে জল, মৃত্যুর কারণও হতে পারে। জীবাণু, ব্যাকটিরিয়া, প্রোটোজোয়া প্রভৃতি বিভিন্ন অণুজীব জল দ্বারা বাহিত হয়ে প্রায়ই মহামারি ঘটায়। পরিশ্রুত পানীয় জল না পাওয়ার জন্য নানা ধরনের জলবাহিত রোগ শরীরে বাসা বাঁধে। বর্তমানে বিভিন্ন কোম্পানির ১০-২০ টাকাতে জলের বোতল বাড়ির কাছ থেকে খুব সহজেই মিলছে। এমন বহু জল বিক্রেতা রয়েছে যারা জলের গুণগত মান বজায় না রেখেই এই ব্যবসা চালাচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনTips To Be Evergreen and Young: রোজ ১ গ্লাস জুসে যৌবন থাকবে বন্দি! এই ৩টি ফলের রসে রয়েছে চিরসবুজ থাকার চাবিকাঠি
সেক্ষেত্রে এই জল খেয়ে বাড়তে পারে বিপদ, হতে পারে মারণ রোগও। পরিশ্রুত পানীয় জল না পাওয়ার জন্য ঘটে নানা ধরনের জলবাহিত রোগ। জল সত্যিই পরিশ্রুত কিনা তা জানবার জন্য যে নিয়মিত ও নিরন্তর তদারকি প্রয়োজন তা সচরাচর করা হয় না। বর্তমানে যে সমস্ত জলের কোম্পানিগুলো ১০-২০ টাকায় ২০-২৫ লিটার জল মানুষকে দিচ্ছে, সেগুলো কতটা স্বাস্থ্যসম্মত ভাবে সব দিক বিবেচনা করে, সরকারের দ্বারা অনুমোদনপ্রাপ্ত হয়ে বিক্রি হচ্ছে সে বিষয়ে মানুষের মধ্যেও রয়েছে সচেতনতার অভাব।
advertisement
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা সমীক্ষায় দেখা গিয়েছে জলবাহিত রোগে আক্রান্তদের মধ্যে শিশুদের আধিক্য বেশি। জলবাহিত রোগের মধ্যে অন্যতম হল কলেরা, আমাশা, টাইফয়েড প্রভৃতি। আবার ক্ষেত্রবিশেষে জল, মৃত্যুর পরোয়ানা বয়ে নিয়ে আসে। সেক্ষেত্রে গজিয়ে ওঠা এই সমস্ত জলের কোম্পানি গুলোর সরবরাহ করা পানীয় জল কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে নানা প্যারামিটার-এর কথা বলেছেন ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউড নিউ দিল্লি এর বিশিষ্ট চিকিৎসক ডাঃ দেবাশীষ গোলুই।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2024 5:29 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dangerous Packaging Water:সস্তায় বোতলবন্দি লিটার লিটার জল কিনে বিপদ ডেকে আনছেন না তো? কেনার আগে জানুন