Darjeeling: পাহাড়-ঝর্না-জঙ্গলের মধ্যে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার! ঘুরে আসুন পাহাড়ের এই অচেনা নির্জন ঠিকানায়

Last Updated:

Darjeeling: পাহাড়ের কোলে অজানা গ্রামে নিরিবিলি শান্ত পরিবেশে সঙ্গী হবে পাহাড় ঝর্ণা জঙ্গল সঙ্গে থাকবে দেদার অ্যাডভেঞ্চারের মজা! এনজিপি স্টেশনের হাতের নাগালে এই ডেস্টিনেশনে ঘুরে আসুন।

+
দার্জিলিং

দার্জিলিং

দার্জিলিং: পাহাড়প্রেমীদের কাছে পাহাড় এক অন্যরকম ভালবাসা এবং আবেগের জায়গা। সেই অর্থেই একটু ফাঁকা সময় পেলেই পাহাড়প্রেমীরা ছুটে চলে আসে পাহাড়ে। শীতের ছুটি হোক বা গরমের ছুটি পর্যটকদের ভিড়ে হামেশাই জমজমাট থাকে পাহাড়। যদি আপনি এই শীতের মরশুমে দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে এই জায়গাটি হতে চলেছে আপনার জন্য সেরা ঠিকানা। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পাহাড়কে উপভোগ করতে মরিয়া হয়ে থাকে পর্যটকেরা। সেই অর্থেই পাহাড়ের বুকে নতুন কোনও জায়গার খোঁজ পেলে খুশির যেন সীমা থাকে না।
দার্জিলিং তো অনেকবার গিয়েছেন এবার দার্জিলিং শহরের ভিড় ছেড়ে শহর থেকে একদম কাছে দার্জিলিং যাওয়ার রাস্তায় শান্ত নিরিবিলি পরিবেশে এই জায়গা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। দূর-দূরান্ত থেকে ছুটির দিন হোক বা উইকেন্ডে পর্যটকদের ভিড় বাড়ছে পাহাড়ি এই গ্রামে। চারিদিকে পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে এই গ্রাম।
আরও পড়ুনঃ হলুদ দাঁত হবে নিমেষে সাদা! বিনামূল্যের ২-৩ পাতাই করবে কামাল! শুধু জানুন কখন, কীভাবে ব্যবহার করবেন
স্বল্প জনবসতি দিয়ে গড়ে ওঠা এই গ্রামে বর্তমানে রাত্রিযাপনের জন্য তৈরি হয়েছে বেশ কিছু হোমস্টে। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ি গ্রামের মাঝ দিয়ে নিজের গতিতে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণা। আপনি চাইলে এই ঝর্ণার জলে পা চুবিয়ে প্রকৃতির আনন্দ উপভোগ করতে পারেন। এই জায়গার প্রসঙ্গে গ্রামের এক স্থানীয় বাসিন্দা দেবযানী প্রধান বলেন, একটু শান্তির খোঁজে এই গ্রামে ছুটে আসে পর্যটকেরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শীতের ‘এই’ সুস্বাদু শাক কমায় ব্লাড সুগার, ওজন! কিন্তু ভুলেও ছোঁবেন না এঁরা…! সামান্য ভুলে সর্বনাশ হবে
চারিদিকে সবুজে ঘেরা ওই জায়গায় যেমন দু-চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করা যায় তার পাশাপাশি চারিদিকে চা বাগানে ঘেরা পাহাড়ের মধ্যে লেকের মধ্যে বোটিং থেকে শুরু করে চলতি মাসেই এটিভি অ্যাডভেঞ্চার রাইড থেকে শুরু করে প্যারালাইডিং-সহ বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির মজা নিতে পারবে পর্যটকেরা সঙ্গে থাকবে লোকাল খাবার মজা।
advertisement
পাহাড় মানে পর্যটকদের কাছে এক আবেগের জায়গা সেই অর্থে পাহাড়ের বুকে এমন অজানা জায়গার খোঁজ পেলে মন যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এখানে এলেই মনের সঙ্গে প্রকৃতির যেন এক অপরূপ মেলবন্ধন ঘটে, যেখানে চারিদিকে প্রকৃতির সবুজ ছোঁয়ায় আপনার মন মুগ্ধ হয়ে উঠবে। শীতের ছুটিতে আপনিও যদি দার্জিলিং যাবার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই ঘুরে যান দার্জিলিংয়ের বুকে রোহিণীর আল টপ থেকে। চারিদিকে পাহাড় জঙ্গলে ঘেরা এই গ্রামে আসলেই দু-চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করতে করতে তার মাঝেই হারিয়ে যাবেন আপনি।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Darjeeling: পাহাড়-ঝর্না-জঙ্গলের মধ্যে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার! ঘুরে আসুন পাহাড়ের এই অচেনা নির্জন ঠিকানায়
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement