Bengali Sweet: জিলিপির প্যাঁচ কিন্তু জিলিপি নয়, মিষ্টিতে কামড় দিলেই গড়িয়ে পড়বে রস! বাংলার এই মিষ্টি কী?
- Published by:Pooja Basu
 - hyperlocal
 - Reported by:Shantonu Das
 
Last Updated:
পুরুলিয়ার নিতুরিয়াতে 'সারণ জিলিপী' এখন জনপ্রিয়। এই জিলিপী সাধারণ জিলিপী থেকে সম্পূর্ণ আলাদা। আকারে যেমন ছোট তেমন স্বাদেও অসাধারণ।
পুরুলিয়া: পুরুলিয়া জেলার নিতুরিয়ার পারবেলিয়া মোড়ে তৈরি এক অনন্য স্বাদের জিলিপী, যার নাম ‘সারণ জিলিপি’। এই জিলিপি স্বাদে ও গন্ধে যেমন অনন্য, তেমনই দেখতেও একেবারে ভিন্ন। সাধারণ জিলিপীর তুলনায় এটি আকারে অনেকটাই ছোট, কিন্তু স্বাদে অনেক বেশি ঘন এবং মিষ্টতায় অনেক বেশি।
সারণ জিলিপীর বিশেষত্ব শুধুমাত্র স্বাদে নয়, তার উপকরণেও লুকিয়ে আছে এক আলাদা চমক।
এই মিষ্টি তৈরিতে ব্যবহৃত হয় রুল ময়দা, চিনির সিরা এবং একটি স্থানীয় উপাদান বিডরি কলাই, যা এর স্বাদে এনে দেয় এক অসাধারণ নতুনত্ব।
advertisement
advertisement
দোকান ব্যবসায়ী অরুণ প্রসাদের কথা, “সারণ জিলিপির আসল জাদু লুকিয়ে রয়েছে তার উপকরণে। এই জিলিপি তৈরিতে ব্যবহৃত হয় রুল ময়দা, যা সাধারণ ময়দার থেকে অনেক বেশি সূক্ষ্ম এবং স্বাদে মোলায়েম। চিনির ঘন ও সুগন্ধি সিরা তো রয়েছেই, তবে যা একে সত্যিকারের অনন্য করে তোলে, তা হল, বিরি কলাই। এটি একটি স্থানীয় উপাদান, যার সংমিশ্রণে সারণ জিলিপির স্বাদে মেলে এক অদ্ভুত নতুনত্ব, যা প্রথমবার মুখে নিলেই মন মুগ্ধ করে দেয়।”
advertisement
এটি শুধু একটি মিষ্টি নয়, বরং পারবেলিয়ার এক নিজস্ব খাদ্য পরিচয়। মূলত পারবেলিয়া মোড়ের একটি দোকানেই এটি তৈরি ও বিক্রি হয়, তবে দিনে দিনে সারণ জিলিপীর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে গোটা পুরুলিয়া জেলাজুড়ে। দোকান ব্যবসায়ী অরুণ প্রসাদের কথা, “প্রতিটি দোকানেই তো মানুষ জিলিপি খেয়ে থাকে। তাই আমি চেয়েছিলাম একটু অন্যরকম স্বাদের, নতুন কিছু দিতে। সেই ভাবনা থেকেই আজ থেকে প্রায় ৩০ বছর আগে আমি সারণ জিলেপি তৈরি করা শুরু করি। যা আজও জনপ্রিয় হয়ে রয়েছে এলাকায়।”
advertisement
আজ সারণ জিলিপী শুধু একটি মিষ্টি নয়, বরং একটি ঐতিহ্য, যা পারবেলিয়ার মাটির সঙ্গে, মানুষের আবেগের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে।
শান্তনু দাস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 4:46 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bengali Sweet: জিলিপির প্যাঁচ কিন্তু জিলিপি নয়, মিষ্টিতে কামড় দিলেই গড়িয়ে পড়বে রস! বাংলার এই মিষ্টি কী?
              