Russell's Viper: জেলায় বাড়ছে চন্দ্রবোড়ার উৎপাত, বাড়ছে মৃত্যু সংখ্যাও! থাকতে হবে সতর্ক, উপায় জানালেন বিশেষজ্ঞ

Last Updated:
পশ্চিমবঙ্গের চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত্যু ও জটিলতা বেড়ে যাওয়ায় চিকিৎসক ও সর্পবিশেষজ্ঞরা সতর্কবার্তা জারি করেছেন। ভারতের বন্যপ্রাণ দুর্নীতি দমন শাখার সদস্য ও সর্পবিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস জানিয়েছেন, সময়মতো হাসপাতালে চিকিৎসা করলেও অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না।
1/5
পশ্চিমবঙ্গের চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত্যু ও জটিলতা বেড়ে যাওয়ায় চিকিৎসক ও সর্পবিশেষজ্ঞরা সতর্কবার্তা জারি করেছেন। ভারতের বন্যপ্রাণ দুর্নীতি দমন শাখার সদস্য ও সর্পবিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস জানিয়েছেন, সময়মতো হাসপাতালে চিকিৎসা করলেও অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
পশ্চিমবঙ্গের চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত্যু ও জটিলতা বেড়ে যাওয়ায় চিকিৎসক ও সর্পবিশেষজ্ঞরা সতর্কবার্তা জারি করেছেন। ভারতের বন্যপ্রাণ দুর্নীতি দমন শাখার সদস্য ও সর্পবিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস জানিয়েছেন, সময়মতো হাসপাতালে চিকিৎসা করলেও অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
বিশেষজ্ঞদের মতে, আগে চন্দ্রবোড়ার কামড়ে ১০ থেকে ২০ ভায়াল অ্যান্টি-স্নেক ভেনাম সিরাম (এভিএস) যথেষ্ট ছিল। এখন ৩০ থেকে ৪০ ভায়াল প্রয়োগেও সব রোগীকে বাঁচানো যাচ্ছে না। কারণ, দক্ষিণ ভারতের চন্দ্রোবোড়া সাপের বিষ থেকে তৈরি এভিএস পশ্চিমবঙ্গের চন্দ্রোবোড়ার বিষে কার্যকর হচ্ছে না। রাজ্যের নিজস্ব চন্দ্রোবোড়া থেকে এভিএস তৈরি হলে সমস্যার সমাধান সম্ভব, তবে সেটি সময়সাপেক্ষ প্রক্রিয়া।
বিশেষজ্ঞদের মতে, আগে চন্দ্রবোড়ার কামড়ে ১০ থেকে ২০ ভায়াল অ্যান্টি-স্নেক ভেনাম সিরাম (এভিএস) যথেষ্ট ছিল। এখন ৩০ থেকে ৪০ ভায়াল প্রয়োগেও সব রোগীকে বাঁচানো যাচ্ছে না। কারণ, দক্ষিণ ভারতের চন্দ্রোবোড়া সাপের বিষ থেকে তৈরি এভিএস পশ্চিমবঙ্গের চন্দ্রোবোড়ার বিষে কার্যকর হচ্ছে না। রাজ্যের নিজস্ব চন্দ্রোবোড়া থেকে এভিএস তৈরি হলে সমস্যার সমাধান সম্ভব, তবে সেটি সময়সাপেক্ষ প্রক্রিয়া।
advertisement
3/5
দীনবন্ধু বিশ্বাস বলেন,
দীনবন্ধু বিশ্বাস বলেন, "চিকিৎসার পরেও অনেক রোগী দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগেন। রাজ্যভিত্তিক এভিএস না হওয়া পর্যন্ত আরও সতর্ক থাকতে হবে।" বিশেষ করে ফসলের জমিতে কাজ করা কৃষকদের জন্য এই সতর্কতা অত্যন্ত জরুরি।
advertisement
4/5
চিকিৎসক ও সর্পবিশেষজ্ঞদের দেওয়া নির্দেশিকা, ফসলের জমিতে বা রাতে বাইরে বের হলে পা ঢাকা জুতো ও টর্চ ব্যবহার করুন। মশারি ব্যবহার করুন এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। ঝোপঝাড় বা গাদা করা জিনিসে কাজের আগে লাঠি দিয়ে পরীক্ষা করুন। সাপ কামড়ালে ক্ষতস্থানে বাঁধন দেবেন না, সাপ ধরে নিয়ে যাবেন না, দ্রুত হাসপাতালে যান। চন্দ্রবোড়ার কাছাকাছি কমপক্ষে পাঁচ ফুট দূরত্ব বজায় রাখুন।
চিকিৎসক ও সর্পবিশেষজ্ঞদের দেওয়া নির্দেশিকা, ফসলের জমিতে বা রাতে বাইরে বের হলে পা ঢাকা জুতো ও টর্চ ব্যবহার করুন। মশারি ব্যবহার করুন এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। ঝোপঝাড় বা গাদা করা জিনিসে কাজের আগে লাঠি দিয়ে পরীক্ষা করুন। সাপ কামড়ালে ক্ষতস্থানে বাঁধন দেবেন না, সাপ ধরে নিয়ে যাবেন না, দ্রুত হাসপাতালে যান। চন্দ্রবোড়ার কাছাকাছি কমপক্ষে পাঁচ ফুট দূরত্ব বজায় রাখুন।
advertisement
5/5
ইদানিং অনেকেই সাপ উদ্ধারের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দীনবন্ধু বিশ্বাসের মতে,
ইদানিং অনেকেই সাপ উদ্ধারের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দীনবন্ধু বিশ্বাসের মতে, "সাপ উদ্ধারের জন্য প্রশিক্ষণ ও যন্ত্রপাতি প্রয়োজন। জ্ঞান ছাড়া উদ্ধারের চেষ্টা করলে মৃত্যু অনিবার্য।" তিনি আবেদন জানিয়েছেন, এই ধরনের ভিডিও তৈরি ও আপলোড বন্ধ করা হোক, যাতে অকারণে তরুণদের প্রাণ না যায়। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement