North Bengal On Red Alert: সাইক্লোন ছুঁয়ে যায়নি, কিন্তু উত্তরে প্রকৃতির ফের একবার রুদ্ররূপ, ল্যান্ডস্লাইড-তুষারপাত পর্যটকদের জন্য জারি রেড অ্যালার্ট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
North Bengal On Red Alert: ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে উত্তরবঙ্গে ‘রেড অ্যালার্ট’! দার্জিলিংয়ে ধস, সিকিমে তুষারপাত, বন্ধ পর্যটন কার্যক্রম
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে উত্তরবঙ্গের পাহাড় ও পার্বত্য এলাকায় বিপর্যয়কর আবহাওয়া দেখা দিয়েছে। দার্জিলিং, কালিম্পং, ও সিকিম জুড়ে প্রবল বৃষ্টির পাশাপাশি উত্তর সিকিমের লাচুং ও ইয়মথাং উপত্যকায় শুরু হয়েছে তুষারপাত। এরই মধ্যে দার্জিলিংয়ের ২৮ মাইল এলাকায় ধস নেমে বন্ধ হয়ে গেছে জাতীয় সড়ক এনএইচ–১০। ফলে দুই দিকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পর্যটক ও স্থানীয়রা।
advertisement
দুধিয়ার হিউম পাইপ সেতুতেও প্রশাসনের উদ্বেগ বেড়েছে। লাগাতার বৃষ্টিতে সেতুর আশেপাশের মাটি ধসে পড়ার আশঙ্কা থাকায় নজরদারি বাড়ানো হয়েছে। জেলা প্রশাসন ও সড়ক দপ্তর পরিস্থিতির ওপর বিশেষ পর্যবেক্ষণ চালাচ্ছে। প্রয়োজনে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ জারি হতে পারে বলে জানা গেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
অন্যদিকে, দার্জিলিংয়ে প্রবল বৃষ্টির কারণে লিজাহিল প্রাইমারি স্কুলের পাশে একটি বড় গাছ ভেঙে পড়ে স্কুল ভবনের আংশিক ক্ষতি হয়েছে। স্থানীয় জিটিএ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন। এলাকাবাসী আপাতত আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ পাহাড়ে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
ঘূর্ণিঝড়ের প্রভাবে জারি হওয়া লাল সতর্কতার জেরে স্যান্ডাকফু, টংলু ও ফালুটের মতো জনপ্রিয় পর্যটন স্থানে ট্রেকিং ও পর্যটন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জিটিএ। নিরাপত্তার স্বার্থে রাফটিং, প্যারাগ্লাইডিং ও ক্যাম্পিংসহ সব ধরনের অ্যাডভেঞ্চার কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
এদিকে, প্রতিবেশী দেশ নেপালেও বিপর্যয়কর পরিস্থিতি। মানাং ও উত্তর অন্নপূর্ণা অঞ্চলে তুষারঝড়ে বহু পর্যটক আটকে পড়েছেন। উদ্ধারকাজে নেমেছে নেপাল সেনা ও সশস্ত্র পুলিশ বাহিনী। ভারতের পাহাড়ি অঞ্চলেও প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে, যাতে কোনও দুর্ঘটনা বা পর্যটক বিপর্যয় না ঘটে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
