Fresh Snowfall In Sikkim: ফের তুষারপাত, হুড়মুড়িয়ে নামল তাপমাত্রা! অ্যালার্টের মধ্যেও চুটিয়ে উপভোগ করছে পর্যটকরা, সাদা সিকিমের ফটো

Last Updated:
Fresh Snowfall In Sikkim: ছাঙ্গু-নাথুলা ও লাচুংয়ে ফের তুষারপাত, নামল তাপমাত্রা! চুটিয়ে উপভোগ করছে পর্যটকরা
1/5
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : শুক্রবার সকাল হতেই ফের তুষারপাত শুরু হয়েছে পূর্ব ও উত্তর সিকিমের পার্বত্য এলাকাগুলিতে। বৃহস্পতিবার রাত থেকে ছাঙ্গু ও নাথুলা অক্ষ বরাবর হালকা থেকে মাঝারি তুষারপাতের খবর মিলেছে। সকালে তা আরও বেড়ে গেলে বরফে ঢেকে যায় সড়ক ও আশপাশের পাহাড়ি অঞ্চল। ফলে যান চলাচলে সাময়িক প্রভাব পড়েছে।
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : শুক্রবার সকাল হতেই ফের তুষারপাত শুরু হয়েছে পূর্ব ও উত্তর সিকিমের পার্বত্য এলাকাগুলিতে। বৃহস্পতিবার রাত থেকে ছাঙ্গু ও নাথুলা অক্ষ বরাবর হালকা থেকে মাঝারি তুষারপাতের খবর মিলেছে। সকালে তা আরও বেড়ে গেলে বরফে ঢেকে যায় সড়ক ও আশপাশের পাহাড়ি অঞ্চল। ফলে যান চলাচলে সাময়িক প্রভাব পড়েছে।
advertisement
2/5
উত্তর সিকিমের লাচুং ও ইয়মথাং উপত্যকাতেও শুক্রবার সকাল থেকে ভারী তুষারপাতের দৃশ্য ধরা পড়েছে। ইউমিসামডং এলাকার বিস্তীর্ণ অংশে বরফের চাদরে ঢেকে গেছে রাস্তা, গাড়ি ও ঘরবাড়ি। তুষারপাতের কারণে স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব পড়লেও পর্যটকরা এই দৃশ্য উপভোগ করছেন। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
উত্তর সিকিমের লাচুং ও ইয়মথাং উপত্যকাতেও শুক্রবার সকাল থেকে ভারী তুষারপাতের দৃশ্য ধরা পড়েছে। ইউমিসামডং এলাকার বিস্তীর্ণ অংশে বরফের চাদরে ঢেকে গেছে রাস্তা, গাড়ি ও ঘরবাড়ি। তুষারপাতের কারণে স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব পড়লেও পর্যটকরা এই দৃশ্য উপভোগ করছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
শেরাথাং থানার এসএইচও যোগেন্দ্র গুরুং জানান, শুক্রবার সকাল থেকেই তুষারপাত শুরু হয়েছে ছাঙ্গু–নাথুলা অক্ষ জুড়ে। আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে এবং তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। পিচ্ছিল রাস্তায় গাড়ি চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় পর্যটকদের সাবধানে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
শেরাথাং থানার এসএইচও যোগেন্দ্র গুরুং জানান, শুক্রবার সকাল থেকেই তুষারপাত শুরু হয়েছে ছাঙ্গু–নাথুলা অক্ষ জুড়ে। আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে এবং তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। পিচ্ছিল রাস্তায় গাড়ি চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় পর্যটকদের সাবধানে চলার পরামর্শ দেওয়া হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় পুলিশ ও ট্রাফিক বিভাগ পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি চালাচ্ছে। প্রয়োজনে বিকল্প রুটে যান চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে বলে সূত্রের খবর। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় পুলিশ ও ট্রাফিক বিভাগ পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি চালাচ্ছে। প্রয়োজনে বিকল্প রুটে যান চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে বলে সূত্রের খবর।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
তবে পর্যটকদের মধ্যে উৎসাহও কম নয়। তুষারে মোড়া পাহাড় ও উপত্যকা দেখতে ইতিমধ্যেই বহু পর্যটক ছাঙ্গু, নাথুলা ও লাচুংয়ের পথে রওনা দিয়েছেন। তীব্র শীতের মাঝেই জমে উঠেছে সিকিমের শীতকালীন পর্যটন মরসুম। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
তবে পর্যটকদের মধ্যে উৎসাহও কম নয়। তুষারে মোড়া পাহাড় ও উপত্যকা দেখতে ইতিমধ্যেই বহু পর্যটক ছাঙ্গু, নাথুলা ও লাচুংয়ের পথে রওনা দিয়েছেন। তীব্র শীতের মাঝেই জমে উঠেছে সিকিমের শীতকালীন পর্যটন মরসুম।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement