Fresh Snowfall In Sikkim: ফের তুষারপাত, হুড়মুড়িয়ে নামল তাপমাত্রা! অ্যালার্টের মধ্যেও চুটিয়ে উপভোগ করছে পর্যটকরা, সাদা সিকিমের ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Fresh Snowfall In Sikkim: ছাঙ্গু-নাথুলা ও লাচুংয়ে ফের তুষারপাত, নামল তাপমাত্রা! চুটিয়ে উপভোগ করছে পর্যটকরা
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : শুক্রবার সকাল হতেই ফের তুষারপাত শুরু হয়েছে পূর্ব ও উত্তর সিকিমের পার্বত্য এলাকাগুলিতে। বৃহস্পতিবার রাত থেকে ছাঙ্গু ও নাথুলা অক্ষ বরাবর হালকা থেকে মাঝারি তুষারপাতের খবর মিলেছে। সকালে তা আরও বেড়ে গেলে বরফে ঢেকে যায় সড়ক ও আশপাশের পাহাড়ি অঞ্চল। ফলে যান চলাচলে সাময়িক প্রভাব পড়েছে।
advertisement
advertisement
শেরাথাং থানার এসএইচও যোগেন্দ্র গুরুং জানান, শুক্রবার সকাল থেকেই তুষারপাত শুরু হয়েছে ছাঙ্গু–নাথুলা অক্ষ জুড়ে। আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে এবং তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। পিচ্ছিল রাস্তায় গাড়ি চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় পর্যটকদের সাবধানে চলার পরামর্শ দেওয়া হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
