Bengal Tourism: ঘন জঙ্গল, লাল মাটির রাস্তা পার করেই রাজবাড়ি, মিঠুন, কাজল থেকে দেব শ্যুটিং করেছেন এখানে

Last Updated:

Bengal Tourism: বর্ধমান থেকে আসতে হবে গুসকরা শহর, তারপর গুসকরা থেকে মোরবাঁধ এবং সেখান থেকে স্বল্প দূরত্বেই কালিকাপুর রাজবাড়ি, অল্প দূরেই আয়ুশগ্রামের জঙ্গল

+
আউশগ্রাম 

আউশগ্রাম 

পূর্ব বর্ধমান: অভিনেতা মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অভিনেত্রী কাজল, অনেকেই এসেছেন বর্ধমানের এই রাজবাড়িতে। আবির চট্টোপাধ্যায়ের ‘গুপ্তধনের সন্ধানে’ থেকে শুরু করে, নন্দিতা শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’ সিনেমার শ্যুটিংও হয়েছে এই রাজবাড়িতে। চারদিকে জঙ্গল, জঙ্গলের বুক চিরে গিয়েছে লাল রাস্তা, তার পরই প্রাচীন কালিকাপুর রাজবাড়ি। পূর্ব বর্ধমান জেলার জঙ্গলমহল নামে পরিচিত আউশগ্রাম।
শাল, পিয়াল দিয়ে ঘেরা আউশগ্রাম। এখানেই জঙ্গলের মধ্যে রয়েছে কালিকাপুর রাজবাড়ি। একাধিক সিনেমা, টিভি সিরিয়ালের শ্যুটিং হয়েছে এই রাজবাড়িতে। বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা এখানে শ্যুটিং করে গিয়েছেন। ছোট্ট ছুটিতে আপনিও ঘুরে আসতে পারেন এই মনোরম জায়গা থেকে।
এই জায়গায় আসার জন্য বর্ধমান থেকে আসতে হবে গুসকরা শহর, তারপর গুসকরা থেকে মোরবাঁধ এবং সেখান থেকে স্বল্প দূরত্বেই রয়েছে এই রাজবাড়ি। কালিকাপুর রাজবাড়ি ঘোরা হয়ে গেলে যেতে পারেন একদম কাছেই আউশগ্রামের জঙ্গলে। এই জঙ্গলে কিছুদিন আগে ‘রঘু ডাকাত’-এর শ্যুটিং করে গিয়েছেন। তার কিছুদিন আগেই হয়েছিল ‘রক্তবীজ’-এর শ্যুটিং। আউশগ্রাম জঙ্গলে কিছুটা সময় কাটিয়ে চলে যেতে পারেন লবণধার গ্রামে। এই গ্রাম ‘আলপনা গ্রাম’ নামেও পরিচিত। এই গ্রামের প্রত্যেকটা বাড়ি সাজানো রয়েছে আলপনা দিয়ে। ছবি তোলার আদর্শ জায়গা।
advertisement
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bengal Tourism: ঘন জঙ্গল, লাল মাটির রাস্তা পার করেই রাজবাড়ি, মিঠুন, কাজল থেকে দেব শ্যুটিং করেছেন এখানে
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement