Maithon: মাইথনে আচমকা হলটা কী? ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, শীতের আগেই তুলকালাম কাণ্ড!

Last Updated:

Maithon Dam: পর্যটনের মরশুমে এলাকার হোটেলগুলি সেজে উঠছে। প্রস্তুতি শুরু করে দিয়েছেন নৌকা চালকরা।

+
মাইথন

মাইথন জলাধারের নীল জলরাশি।

পশ্চিম বর্ধমান: তাপমাত্রার পারদ নেমেছে অনেকটা। সকাল বিকেলে কুয়াশা, ঠান্ডার আমেজ। আবহাওয়া বলছে, শীত কড়া নাচে বাংলার দোরগড়ায়। আর শীতকালে পিকনিক হবে না, এমন তো হয় না। তাই পর্যটকদের অপেক্ষায় সেজে উঠতে শুরু করেছে জেলার সবথেকে জনপ্রিয় পিকনিক স্পট মাইথন। মাইথন জলাধারকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই পিকনিক স্পট।
শীতকাল পুরোপুরিভাবে বাংলায় প্রবেশ করার আগেই মাইথন জলাধারে পিকনিকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সাজিয়ে তোলা হচ্ছে দামোদরের উপর নির্মিত এই জলাধারের সংলগ্ন এলাকাগুলি। প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই পর্যটনস্থলকে কেন্দ্র করে উপার্জন করা ব্যবসায়ীরা। পর্যটনের মরশুমে এলাকার হোটেলগুলি যেমন সেজে উঠছে, তেমনভাবেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন সমস্ত নৌকা চালকরা।
advertisement
advertisement
মাইথন জলাধারে নৌকাবিহার অন্যতম আকর্ষণ। ফলে চাহিদা রয়েছে নৌকাচালকদের। এখানে নৌকা চালিয়ে স্থানীয় এলাকার অনেকেই দু’বেলা দু’মুঠো ভাত জোগাড় করেন। কিন্তু বর্ষাকালে জলাধারের জলস্তর বেড়ে গেলে কাজ বন্ধ হয়ে যায়। নৌকা বাঁধা পড়ে থাকে ঘাটে। তারপর শীত এলে ফের পর্যটকদের আনাগোনা বাড়ে। তখন আবার নৌকা চালকরা উপার্জন ফিরে পান। তাই পিকনিক শুরু হওয়ার আগে তারাও প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
advertisement
নৌকাগুলিকে ইতিমধ্যেই মেরামত করার কাজ শুরু করে দিয়েছেন তারা। সেগুলিকে নতুন করে রং করা হবে। সাজিয়ে তোলা হবে। যাতে করে নৌকাবিহারের আনন্দ পর্যটকদের কাছে দ্বিগুণ হয়ে ওঠে। অন্যদিকে প্রশাসনের তরফ থেকেও সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে খবর। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তার দিকটি যেমন দেখা হবে, তেমন ভাবে পর্যটকদের জন্য পানীয় জলের ব্যবস্থা থাকবে। থাকবে শৌচাগারের ব্যবস্থা। অন্যদিকে এলাকায় যাতে দূষণ না ছড়ায়, সে বিষয়টি নিয়ে সচেতন প্রশাসন। যত্রযত্র আবর্জনা ছড়িয়ে থাকা রুখতে এবং প্লাস্টিক দূষণ ঠেকাতে পদক্ষেপ করা হবে।
advertisement
নয়ন ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Maithon: মাইথনে আচমকা হলটা কী? ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, শীতের আগেই তুলকালাম কাণ্ড!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement