Bachpan ka Pyaar boy| Viral Video: 'বচপন কা পেয়ার' এবার বড় চমকে! আবারও সুপার ভাইরাল খুদে 'ট্যালেন্ট' সহদেব...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bachpan ka Pyaar boy| Viral Video: সহদেবকে বচপন কা পেয়ার গানটি খুব স্টাইলিশ ভাবে র্যাপের মতো করে গাইতে দেখা যাচ্ছে।
#রায়পুর: সহদেব দির্দোকে (Sahdev Dirdo) মনে আছে তো? করোনা মহামারীর সময় আমরা সকলেই যখন ঘরবন্দী হয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় (Bachpan ka Pyaar boy| Viral Video) নিজেদের মতো করে একটু-আধটু আনন্দ খুঁজে নিচ্ছিলাম তখন কিন্তু এই ছেলেটিই নেট দুনিয়া মাত করে রেখেছিল। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, সহদেবের ‘বচপন কা পেয়ার’ (Bachpan Ka Pyaar) গানে (Viral Song) মন দুলেছিল সকলেরই। সহদেবের এই একটি গানই তাকে লাইমলাইটে নিয়ে আসার জন্য যথেষ্ট ছিল।
এ হেন সহদেবের সম্প্রতি আরও একটি নতুন ভিডিও সামনে এসেছে, যাতে সহদেবকে বচপন কা পেয়ার গানটি (Bachpan ka Pyaar boy| Viral Video) খুব স্টাইলিশ ভাবে র্যাপের(Viral Song) মতো করে গাইতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হতে শুরু করেছে। ইন্টারনেট সেনসেশন সহদেব দির্দো এখন মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিছু সময় আগেও বচপন কা পেয়ার গানটি গেয়ে সহদেব একই ভাবে সকলের মন জয় করে নিয়েছিল এবং তার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।
advertisement
advertisement
এখন সহদেবের একটি নতুন ভিডিও (Viral Song) সামনে এসেছে, যাতে তাকে বচপন কা পেয়ার গানটি খুব স্টাইলিশ ভাবে গাইতে দেখা যাচ্ছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার হতেই ভাইরাল (Bachpan ka Pyaar boy| Viral Video) হতে শুরু করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে সহদেব বেশ সুন্দর একটি লোকেশনে ঝর্নার ধারে দাঁড়িয়ে বচপন কা পেয়ার গানটি গাইছে, তার সঙ্গে পারফর্মও করছে। কাজেই এ বারের ভিডিওতে উপরি পাওনা সহদেবের ডান্স। ছত্তিসগঢ় নিবাসী ছোট্ট সহদেব দির্দোর গাওয়া গান এই বছরের শুরুর দিকেই প্রথম সকলে নজরে আসে। ২০১৯ সালে কমলেশ বারোতের (Kamlesh Barot) গাওয়া বচপন কা পেয়ার গানের সঙ্গে গলা মিলিয়ে সহদেব নিজের মতো করে গানটি গেয়েছিল। সহদেবের নিজস্ব স্টাইলে গাওয়া গানটি ক্রমশই লোকের মুখে মুখে ফিরতে থাকে।
advertisement
advertisement
এখন সহদেব তার Instagram-এ একটি ছোট ক্লিপ পোস্ট করেছে, যাতে তাকে বচপন কা পেয়ার গানটি গাইতে এবং পুরো দমে নাচতে দেখা যাচ্ছে। ভিডিওতে, সহদেব একটি টি-শার্ট এবং শর্টস পরে বচপন কা পেয়ার গেয়েছে এবং গানের তালে দুর্দান্ত কিছু নাচের স্টেপও তুলে ধরেছে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। মানুষও সহদেবের এই ভিডিও লাইক করছে এবং তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। এক Instagram ব্যবহারকারী কমেন্টে বলেছেন যে, তিনি সহদেবের গানের বেশ ভক্ত। আরেক জন আবার সহদেবকে পূর্ণ সমর্থন জানিয়ে তার পাশে থাকারও কথা বলেছেন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2021 12:40 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bachpan ka Pyaar boy| Viral Video: 'বচপন কা পেয়ার' এবার বড় চমকে! আবারও সুপার ভাইরাল খুদে 'ট্যালেন্ট' সহদেব...