Viral Video: এ কী কাণ্ড! নর্দমার নোংরা জলেই দিব্যি ধোওয়া হচ্ছে ধনেপাতা! ভিডিও ভাইরাল হতেই তুলকালাম...

Last Updated:

Viral Video: ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া। ভাইরাল ভিডিওটিতে দেখুন (Watch Video) কী ভাবে নর্দমার জলে সবজি ধুচ্ছেন এই সবজিওয়ালা(Vegetable on Drain Water)।

নর্দমার জলে সবজি ধুচ্ছেন সবজিওয়ালা
নর্দমার জলে সবজি ধুচ্ছেন সবজিওয়ালা
#ভোপাল : কখনও কী একবারও ভেবেছেন বিক্রির আগে ঠিক কী ভাবে ডলার সবজি সতেজ রাখছেন সবজিওয়ালা (Viral Video)? আসলে মাছ-মাংস হোক বা সবজি, বেছে বেছে পছন্দের বস্তুটি ব্যাগ ভরতি করে বাড়ি ফেরার আনন্দই আলাদা। তাই বাজারের টাটকা সবজি নিতে থলে এগিয়ে দেন বিস্বস্ত সবজিওয়ালার কাছে। আগুপিছু না ভেবেই। কিন্তু যদি জানতে পারেন, যে সবজি তরিবৎ করে খেয়েছেন, সেটি আসলে নর্দমার জলে (Vegetable on Drain Water) ধুয়ে বিক্রি করেছিলেন সবজি বিক্রেতা? শুনেই যদি গা গুলিয়ে ওঠে, তাহলে জেনে রাখুন আপনার চমকে (Viral Video) ওঠার এখনও বাকি রয়েছে। সত্য়িই এমনই কাণ্ড করে বসেছেন এক সবজি বিক্রেতা(Bhopal Vegetable Vendor)। আর তাঁর কীর্তির (Vegetable on Drain Water) ভিডিও ভাইরাল (Viral Video) হওয়ার পর তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে।
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের (Bhopal Vegetable Vendor) বাসিন্দা ওই সবজি বিক্রেতা। ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া। ভাইরাল (Bhopal Vegetable Vendor) সেই ভিডিওটিতে (Viral Video) সত্য়িই দেখা গিয়েছে ওই ব্যক্তিকে নর্দমার (Vegetable on Drain Water) জলে সবজি ধুতে। এমনকী, একজন সেটি ভিডিও তুলছেন দেখেও তাঁর কোনও ভ্রুক্ষেপ নেই। যিনি ভিডিওটি তুলছিলেন তিনি বলেও ফেলেন, এই ভিডিও দেখলে তাঁর থেকে কেউ সবজি কিনবেন না। সেকথা শুনেও কোনও হেলদোল দেখা যায়নি ওই সবজি বিক্রেতার মধ্যে। দিব্যি নর্দমার জলে সবজি ধুতে থাকেন তিনি। দেখুন সেই ভিডিও।
advertisement
advertisement
advertisement
এভাবেই কোনও পাত্তা না দিয়েই কাজটি (Viral Video) করে যাচ্ছিলেন ওই সবজি বিক্রেতা। যেন এটাই নিয়ম! কিন্তু তিনি নিস্পৃহ থাকলেও শেষ পর্যন্ত তাঁকে বেকায়দায় পড়তে হয়েছে এই অপকর্ম করার জন্য। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই সেটি ভাইরাল (Bhopal Vegetable Vendor) হয়ে যায়। আর সেটাই কাল হয়ে দাঁড়ায়। একজন ট্যুইটারে সেই ভিডিওটিতে ট্যাগ করে দেন জেলাশাসক অবনীশ লাভানিয়াকে। এরপরই অবনীশ পুলিশ, স্থানীয় পুরসভা, খাদ্য দপ্তরকে নির্দেশ দেন বিষয়টির দিকে নজর দিতে। শেষ পর্যন্ত প্রশাসনের তৎপরতাতেই চিহ্নিত করা যায় ওই ব্যক্তিকে। তাঁর ফোন নম্বরও পাওয়া যায়। কিন্তু ফোন করে দেখা যায় সেটি সুইচড অফ।
advertisement
এরইমধ্যে খাদ্য দফতরের তরফে একটি এফআইআর দায়ের হয় স্থানীয় হনুমানগঞ্জ থানায়। তদন্তে নেমে পুলিশ শনাক্ত করে ফেলে অভিযুক্তকে। জানা যায়, তাঁর নাম ধর্মেন্দ্র (Bhopal Vegetable Vendor)। কিন্তু তাঁর বাড়িতে হানা দিলে দেখা যায়, ততক্ষণে তিনি পালিয়ে গিয়েছেন। পুলিশের আশা, খুব দ্রুত তাঁকে গ্রেফতার করা হবে। ইতিমধ্যেই জেলাশাসক হুঁশিয়ারি দিয়েছেন, ভবিষ্যতে কোনও সবজি বিক্রেতা বা অন্য কোনও দোকানদারকে এই ধরনের অপকর্ম করতে দেখলে তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে। এই ধরনের ঘটনাকে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় নেটদুনিয়া। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে চলেছে ভিডিওটি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: এ কী কাণ্ড! নর্দমার নোংরা জলেই দিব্যি ধোওয়া হচ্ছে ধনেপাতা! ভিডিও ভাইরাল হতেই তুলকালাম...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement