প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে কে জানে... তবে না। আর আপনার কপাল চকচকে নয়। অন্তত ক্য়ালেন্ডারের হিসাব তো তাই বলছে। গোটা প্রেমের সপ্তাহ ধরে আপনাকে প্রেমে মজে যাওয়ার অনেক সুযোগ দেওয়া হয়েছে। তাই এবার আপনার কপাল পুড়ল বলে। না, এমন একেবারেই নয় আপনি সাত থেকে চোদ্দোর বাইরে প্রেমে পড়তে পারবেন না। কিন্তু বিষয় হল, ভ্য়ালেন্টাইনস্ সপ্তাহকে যদি আপনি গুরুত্ব দিয়ে থাকেন, তবে যে অ্য়ান্টি ভ্য়ালেন্টাইনস্ কেও (Anti Valentines' Week) দিতে হবে। কী দেবেন তো?
১৫ থেকে ২২ (Anti Valentines' Week) কিন্তু ওই আজীবন অশান্তি ভোগ করার মতো। যার শুরু হচ্ছে থাপ্পড় দিবস (Slap Day) দিয়ে। তারপরেই লাথির পালা। এবার এর আগে শুভ বসাবেন না অশুভ সেটা অবশ্য়ই আপনার ব্য়াপার। তবে এর অন্তর্নিহিত অর্থ জানতে ভুলবেন না।
আরও পড়ুন: গেহেরাইয়া-তে বিলাসবহুল বাংলোটি দেখেছেন? এক রাত থাকার ভাড়া কত জানেন?
এই দিনটি আপনার প্রাক্তনের জন্য়। খুব তিক্ততা দিয়ে কোনও সম্পর্ক শেষ হয়ে গিয়ে থাকলে এই দিনটি তাদেরও।
যাঁরা আর সম্পর্কের মধ্যে নেই, তাঁরা প্রায়শই কিক ডে (Kick Day) পালন করেন। এটি আপনার প্রাক্তনের তিক্ততা থেকে মুক্তি পাওয়ার এবং আপনার জীবন থেকে তাদের খারাপ প্রভাব দূর করার উপযুক্ত সময়।
আপনার যদি একজন প্রতারক প্রাক্তন থেকে থাকেন, যিনি আপনাকে সব ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন শুধুমাত্র সেগুলি ভঙ্গ করার জন্য, এখনই সময় তার থেকে পরিত্রাণ পাওয়ার।
এবার দেখে নিন লাথি দিবসের (Kick Day) কিছু বার্তা...
আরও পড়ুন: অ্যাঙ্কিলুজিং স্পন্ডিলাইটিস নিয়ে কী বলছেন চিকিৎসকেরা? কীভাবে যত্ন নেবেন নিজের?
"একটি খারাপ সম্পর্ককে বিদায় জানানোর সবচেয়ে সহজ উপায় হল কিক ডেতে একটি লাথি দেওয়া"
"কখনও কখনও যা প্রয়োজন তা হল আপনার জীবনকে সহজ উপায়ে সাজানোর জন্য একটি লাথি"
"যে আপনার এবং আপনার ভালবাসার যোগ্য নয় তাকে লাথি মারতে কখনই দ্বিধা করবেন না।"
"কিক-ডে হল এমন একটি দিন যা একটি তিক্ত একটি সম্পর্কের অবসান ঘটাতে পারে"
"যখন সমস্ত সময় এবং প্রচেষ্টা দেওয়ার পরেও কিছুই পরিবর্তন হয় না, তখন এটি খুব স্পষ্ট যে শুধুমাত্র একটি লাথি কাঙ্খিত পরিবর্তন আনতে পারে"
তবে হ্য়াঁ। পুরো বিষয়টিই খুব সরল, সাধারণ এবং মজার। কখনওই উল্টোদিকের মানুষের প্রতি শারীরিক নির্যাতন কাম্য় নয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anti Valentines Week