Gehraiyaan : গেহেরাইয়া-তে বিলাসবহুল বাংলোটি দেখেছেন? এক রাত থাকার ভাড়া কত জানেন?
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Gehraiyaan : ছবিতে সমুদ্র একটি গুরুত্বপূর্ণ অংশ। সমুদ্র সৈকতে একটি বিলাসবহুল ভিলা বার বার দেখানো হয়েছে।
#গোয়া: সম্প্রতি মুক্তি পেয়েছে শকুন বাত্রা পরিচালিত ছবি গেহেরাইয়া (Gehraiyaan)। ছবিটি কেমন হয়েছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দীপিকা পাডুকোন (Deepika Padukone)ও সিদ্ধান্ত চতুর্বেদির উষ্ণ রসায়নের পাশাপাশি নজর কেড়েছে আরও একটি বিষয়। ছবিতে সমুদ্র একটি গুরুত্বপূর্ণ অংশ। সমুদ্র সৈকতে একটি বিলাসবহুল ভিলা বার বার দেখানো হয়েছে।
ছবিতে সেই ভিলার মালিক অনন্যা পাণ্ডে অভিনীত চরিত্র টিয়া। ছবিতে দেখানো হয়েছে এই বিলাসবহুল ভিলা আলিবাগে অবস্থিত। যেখানে অবসর পেলেই এই চরিত্রগুলি সুসময় কাটাতে যায়। কিন্তু বাস্তবে এই বিলাসবহুন বাংলো আলিবাগে নয়। গোয়ায় অবস্থিত। আদপে এটি একটি ভিলাও নয়। এটি একটি বড় হোটেল যার নাম আহিল্যা বাই দ্য সি।
ইনস্টাগ্রামে এই নামে একটি পেজও রয়েছে। সেই পেজের ছবিগুলি দেখলেও বোঝা যায় এই হোটেল কতটা সুন্দর। এই হোটেলে রয়েছে ৯টি রুম, বাগান, একটি স্পা আর দুটি বিরাট সুইমিং পুল। এক রাতের জন্য এই রুমের ভাড়া শুরু ২১ হাজার টাকা থেকে শুরু করে ৩৩ হাজার টাকা পর্যন্ত।
advertisement
advertisement
advertisement
তাই যাঁরা গোয়ায় ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁরা বেশি না চিন্তা করে চলে যেতেই পারেন গোয়ার এই বিলাসবহুল ভিলায়। প্রসঙ্গত, মানুষের মনের নানা স্তর, জটিল সম্পর্ক ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। আলিশা, করণ, টিয়া ও জেন এই চার চরিত্রকে নিয়ে তৈরি ছবি। অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, সিদ্ধান্ত চতুর্বেদি, অনন্যা পাণ্ডে ও ধারিয়া কারওয়া।
advertisement
advertisement
অভিনেত্রী দীপিকা পাডুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদির উষ্ণ রসায়ন প্রথম বার প্রকাশ্যে আসতেই নজর কেড়েছিল নেটিজেনদের। এমন বোল্ড অবতারে দীপিকাকে এর আগে দেখা যায়নি। তাই ছবি (Gehraiyaan) নিয়ে উত্তেজনা প্রথম থেকেই ছিল তুঙ্গে। সেই বহু প্রতীক্ষীত গেহেরাইয়া মুক্তি পেয়েছে ১১ ফেব্রুয়ারি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2022 11:18 AM IST