Offbeat Travel Destination: শালের ঘন জঙ্গলের মধ্যে সঙ্গীর সঙ্গে রাত্রিযাপন করতে চান? কলকাতার কাছেই রয়েছে সেরা ঠিকানা, শীতের ছুটিতে ঢুঁ মারুন

Last Updated:

Offbeat Travel Destination: রাত হলে নিস্তব্ধতা ও ঝিঁঝিঁ পোকার ডাক। গভীর শাল জঙ্গলের মধ্যে রয়েছে সুইমিংপুল যুক্ত বিলাসবহুল রিসর্ট। কংক্রিটের জঙ্গল ছেড়ে শালের জঙ্গলে রাত্রিযাপনের ইচ্ছা থাকলে পর্যটকদের সেরা ডেস্টিনেশন ক্রিশ ভিলা। 

+
গভীর

গভীর শাল জঙ্গলের মধ্যে ক্রিশ ভিলা রিসোর্ট

ঝাড়গ্রাম: রাতের নিস্তব্ধতার মধ্যে ঝিঁঝিঁ পোকার ডাক। পিওর শাল জঙ্গলের ফ্লেভার এর পাশাপাশি সকালে ঘুম ভাঙলেই গোলাপের গন্ধে মম করে ওঠে পুরো এলাকা। শহরের কোলাহল থেকে গভীর শাল জঙ্গলের মধ্যে বিলাসবহুল রিসর্ট গড়ে উঠেছে জঙ্গলমহলে। কংক্রিটের জঙ্গল ছেড়ে শাল জঙ্গলে রাত্রিযাপন করার ইচ্ছা থাকলে পর্যটকদের জন্য সেরা ডিস্টিনেশন হতে পারে ক্রিশ ভিলা।
ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে শালবনি এলাকায় রয়েছে ক্রিশ ভিলা। ঝাড়গ্রামের একটি লৌহ আয়রন কারখানার তত্ত্বাবধানে এই ক্রিশ ভিলা তৈরি করা হয়েছে। বিলাসবহুল কটেজের পাশাপাশি রয়েছে সুইমিংপুল। রিসোর্টের প্রতিটি ঘরে রয়েছে শাল জঙ্গলের অনুভূতি। জানলা থেকে উঁকি মারে শালের জঙ্গল ,ব্যালকনিতে দাঁড়ালে উপভোগ করা যায় সবুজ শাল জঙ্গলের মনোরম পরিবেশ।
advertisement
advertisement
কলকাতা থেকে খুব একটা দূরে নয় কাছেই রয়েছে ক্রিশ ভিলা। হাওড়া থেকে ট্রেন ধরে সোজা চলে আসতে হবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে গাড়ি অথবা টোটো ভাড়া করে সোজা পৌঁছে যাওয়া যাবে ক্রিশ ভিলা। ব্যক্তিগত গাড়ি হলে লোধাশুলি থেকে ঝাড়গ্রাম ঢোকার মুখে পড়বে শালবনি। শালবনিতে রয়েছে অপরূপ সাজসজ্জার সঙ্গে শাল জঙ্গলের মধ্যে ক্রিশ ভিলা। পর্যটকরা চাইলে অগ্রিম বুকিংও করে নিতে পারে ক্রিশ ভিলাতে রাত্রি যাপনের জন্য। ক্রিশ ভিলার বুকিং নাম্বার টি হল ৭৪৭৭৭৯১৪০০ ।
advertisement
কংক্রিটের জঙ্গল ছেড়ে শাল জঙ্গলে রাত্রিযাপন করার ইচ্ছা থাকলে পর্যটকদের জন্য সেরা ডেস্টিনেশন ক্রিশ ভিলা। ক্রিশ ভিলার সঙ্গে রয়েছে ফ্লাওয়ার ও চিল্ড্রেন পার্ক ক্রিশ গার্ডেন। ক্রিশ ভিলাতে রাত্রিযাপনের পাশাপাশি ক্রিশ গার্ডেনও ঘুরে বেড়াতে পারবে পর্যটকরা।
advertisement
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat Travel Destination: শালের ঘন জঙ্গলের মধ্যে সঙ্গীর সঙ্গে রাত্রিযাপন করতে চান? কলকাতার কাছেই রয়েছে সেরা ঠিকানা, শীতের ছুটিতে ঢুঁ মারুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement