Chhat Puja: ১৩০ জায়গায় ছটের আয়োজন, মোতায়েন ৪ হাজার বাহিনী! ছট নিয়ে কড়া ব্যবস্থা প্রশাসনের

Last Updated:

রবিবার ছট পুজোর দিন সকাল সাড়ে ছ’টা থেকেই মোতায়েন করা হয়েছে পুলিশ। অ্যাসিস্ট্যান্ট পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ও নজরদারি চালাতে দু’জন করে ডিসি-কে দায়িত্ব দেওয়া হয়েছে লালবাজারের তরফে।

কলকাতা: অন্যান্য বছরের মতো এবছরও জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই ছটপুজোর দিনে শহরের দুই সরোবরে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন৷ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের প্রতিটি গেট বন্ধ রাখা হচ্ছে বলে সূত্রের খবর৷ পাশাপাশি, জোর করে প্রবেশ আটকাতে বাঁশের ব্যারিকেডেরও বাড়তি ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রের খবর, ১৮ নভেম্বর রাত ১০টা থেকে ২০ নভেম্বর বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর৷ এই ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েছে কেএমডিএ৷ সেই বিজ্ঞপ্তি লেখা প্ল্যাকার্ড দেওয়া হয়েছে প্রতিটি গেটে।
রবিবার ছট পুজোর দিন সকাল সাড়ে ছ’টা থেকেই মোতায়েন করা হয়েছে পুলিশ। অ্যাসিস্ট্যান্ট পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ও নজরদারি চালাতে দু’জন করে ডিসি-কে দায়িত্ব দেওয়া হয়েছে লালবাজারের তরফে।
advertisement
advertisement
আরও পড়ুন: সুগার ৩৫০, কিডনির রোগ থার্ড স্টেজ! জেলে একী অবস্থা জ্যোতিপ্রিয়র.. আবারও কি হাসপাতালে?
শুধুমাত্র রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরই নয় গঙ্গার ঘাট, স্থায়ী এবং অস্থায়ী জলাশয় মিলিয়ে মোট ১৩০টি জায়গায় ছটের আয়োজন করা হয়েছে বলে সূত্রের খবর। প্রায় চার হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। ৭৭টি ঘাটে থাকছে ডিএমজি টিম।
advertisement
আরও পড়ুন: একটা বিষধর সাপ অন্য বিষধর সাপকে কামড়ালে সব সময় কিন্তু সে মরে যায় না, কী হয় জানেন?
গত কয়েক বছর ধরে রবীন্দ্র সরোবরে বন্ধ রয়েছে ছট পুজো। যদিও ২০১৯ সালে নির্দেশ অমান্য করে কয়েকজন স্থানীয় পুণ্যার্থীরা পাঁচিল টপকে রবীন্দ্র সরোবরে প্রবেশ করেন এবং ছট পুজো করেন। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে তারপরেও বেশ কয়েকবছর কড়া ভূমিকায় জাতীয় সরোবর রক্ষা করতে দেখা গেছে প্রশাসনকে। এ বছরেও সরোবরের ১২টি গেট বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে কে এম ডি এ (KMDA)।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chhat Puja: ১৩০ জায়গায় ছটের আয়োজন, মোতায়েন ৪ হাজার বাহিনী! ছট নিয়ে কড়া ব্যবস্থা প্রশাসনের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement