রমরমিয়ে চলছে ভলভো, দূরপাল্লার রুটে সরকারি বাসের 'হাল' এই...! জানলে অবাক হবেন

Last Updated:

আরামে যাতায়াত ও সংখ্যা কম থাকার কারণে কলকাতা থেকে শিলিগুড়ি একাধিক বেসরকারি ভলভো বাসের রমরমা রয়েছে। কত বাস রাস্তায় নামে প্রতিদিন? জেনে নিন...

রমরমিয়ে চলছে ভলভো, দূরপাল্লার রুটে সরকারি বাসের হাল এই...! জানলে অবাক হবেন
রমরমিয়ে চলছে ভলভো, দূরপাল্লার রুটে সরকারি বাসের হাল এই...! জানলে অবাক হবেন
কলকাতা: শুধু কলকাতা শহর বা শহরতলিতে যাতায়াতের জন্য নয়। দূরপাল্লার রুটেও যাতায়াতের জন্য ব্যবহার করা হয় সরকারি বাস। বিশেষ করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ওপরে নির্ভর করে থাকতে হয় বহু মানুষকে। তবে যাত্রীদের অভিযোগ, দূরপাল্লার সরকারি বাস নিয়ে অনেকটা কম। অভিযোগ অবশ্য রয়েছে বাসের রক্ষণাবেক্ষণ নিয়ে।
বাস যথাযথ ভাবে রক্ষণাবেক্ষণ হলে মাঝ রাস্তায় বাস থেমে যাবে না বলে একাধিক যাত্রী তাদের বক্তব্যে জানিয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার হাল –
advertisement
✅এখন বাস সংখ্যা : ৭৩৩টি বাস condemned:  ২৫ টি✅ এফেক্টিভ বাস  : ৭০৮ টি✅এই ৭০৮ টি বাসের মধ্যে দৈনিক গড়ে ৯০ – ৯৫ টি বাস বিভিন্ন ডিপোতে মেইনটেনেন্স এর কাজে থাকে। ✅ অর্থাৎ দৈনিক গড়ে চালু গাড়ির সংখ্যা ৬১৮ – ৬১৩ টি।
advertisement
✅ অপারেশনের জন্য দৈনিক গড়ে  ৫৩৫-৫৪০ টি বাস রাস্তায় বের হয়।
▶️ *আরও ৩৩টি নতুন বাস যুক্ত হবে:* ২৪টি সি.এন.জি + ৯টি ডিজেল। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, স্থানীয় রুটে চালানোর পাশাপাশি বিভিন্ন জেলার মধ্যে বাস চলে। অন্যদিকে কলকাতা থেকে শিলিগুড়ি,মালদহ, আলিপুরদুয়ার, কোচবিহার অবশ্য বাস চালানো হয়। সংস্থার হাতে আরও কিছু নতুন বাস আসতে চলেছে। ফলে যাত্রীদের সমস্যা হবে না।
advertisement
তবে আরামে যাতায়াত ও সংখ্যা কম থাকার কারণে কলকাতা থেকে শিলিগুড়ি একাধিক বেসরকারি ভলভো বাসের রমরমা রয়েছে। যাত্রীরাও তা মেনে নিচ্ছেন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অপর সংস্থা। যারা দক্ষিণ বাংলার বিভিন্ন প্রান্তে বাস চালায়। হাতে আছে ৬৫০ বাস। রোজ ৪৭৫-৫০০ বাস রাস্তায় নামে। এছাড়া ফ্রাঞ্চাইজির মাধ্যমে ৪০ বাস চলাচল করে গড়ে প্রতিদিন। নতুন বাসের অর্ডার ১০৬ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, জানিয়েছেন, দীঘা, বাঁকুড়া, দুর্গাপুর এই সব রুটে বাসের যাত্রী সারাক্ষণ রয়েছে। আরও নতুন বাস আসছে। যাত্রীদের বাস পেতে অসুবিধা হবে না।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রমরমিয়ে চলছে ভলভো, দূরপাল্লার রুটে সরকারি বাসের 'হাল' এই...! জানলে অবাক হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement