রমরমিয়ে চলছে ভলভো, দূরপাল্লার রুটে সরকারি বাসের 'হাল' এই...! জানলে অবাক হবেন
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
আরামে যাতায়াত ও সংখ্যা কম থাকার কারণে কলকাতা থেকে শিলিগুড়ি একাধিক বেসরকারি ভলভো বাসের রমরমা রয়েছে। কত বাস রাস্তায় নামে প্রতিদিন? জেনে নিন...
কলকাতা: শুধু কলকাতা শহর বা শহরতলিতে যাতায়াতের জন্য নয়। দূরপাল্লার রুটেও যাতায়াতের জন্য ব্যবহার করা হয় সরকারি বাস। বিশেষ করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ওপরে নির্ভর করে থাকতে হয় বহু মানুষকে। তবে যাত্রীদের অভিযোগ, দূরপাল্লার সরকারি বাস নিয়ে অনেকটা কম। অভিযোগ অবশ্য রয়েছে বাসের রক্ষণাবেক্ষণ নিয়ে।
বাস যথাযথ ভাবে রক্ষণাবেক্ষণ হলে মাঝ রাস্তায় বাস থেমে যাবে না বলে একাধিক যাত্রী তাদের বক্তব্যে জানিয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার হাল –
advertisement
✅এখন বাস সংখ্যা : ৭৩৩টি বাস condemned: ২৫ টি✅ এফেক্টিভ বাস : ৭০৮ টি✅এই ৭০৮ টি বাসের মধ্যে দৈনিক গড়ে ৯০ – ৯৫ টি বাস বিভিন্ন ডিপোতে মেইনটেনেন্স এর কাজে থাকে। ✅ অর্থাৎ দৈনিক গড়ে চালু গাড়ির সংখ্যা ৬১৮ – ৬১৩ টি।
advertisement
✅ অপারেশনের জন্য দৈনিক গড়ে ৫৩৫-৫৪০ টি বাস রাস্তায় বের হয়।
▶️ *আরও ৩৩টি নতুন বাস যুক্ত হবে:* ২৪টি সি.এন.জি + ৯টি ডিজেল। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, স্থানীয় রুটে চালানোর পাশাপাশি বিভিন্ন জেলার মধ্যে বাস চলে। অন্যদিকে কলকাতা থেকে শিলিগুড়ি,মালদহ, আলিপুরদুয়ার, কোচবিহার অবশ্য বাস চালানো হয়। সংস্থার হাতে আরও কিছু নতুন বাস আসতে চলেছে। ফলে যাত্রীদের সমস্যা হবে না।
advertisement
তবে আরামে যাতায়াত ও সংখ্যা কম থাকার কারণে কলকাতা থেকে শিলিগুড়ি একাধিক বেসরকারি ভলভো বাসের রমরমা রয়েছে। যাত্রীরাও তা মেনে নিচ্ছেন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অপর সংস্থা। যারা দক্ষিণ বাংলার বিভিন্ন প্রান্তে বাস চালায়। হাতে আছে ৬৫০ বাস। রোজ ৪৭৫-৫০০ বাস রাস্তায় নামে। এছাড়া ফ্রাঞ্চাইজির মাধ্যমে ৪০ বাস চলাচল করে গড়ে প্রতিদিন। নতুন বাসের অর্ডার ১০৬ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, জানিয়েছেন, দীঘা, বাঁকুড়া, দুর্গাপুর এই সব রুটে বাসের যাত্রী সারাক্ষণ রয়েছে। আরও নতুন বাস আসছে। যাত্রীদের বাস পেতে অসুবিধা হবে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2025 10:33 AM IST








