গটগট করে DM অফিসে ঢুকে গেলেন যুবক! হাতের 'হলুদ ব্যাগে' কী...? খুলতেই হতভম্ব কন্সটেবল
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Gwalior News: জেলার কালেক্টরেট অফিসে শোরগোল। কালেক্টর রুচিকা চৌহান জিতেন্দ্রর সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। জিতেন্দ্রর দাবি, তাঁর স্ত্রী থাইরয়েড এবং অন্যান্য গুরুতর রোগে ভুগছেন। তিনি শ্রমিকের কাজ করে সংসার চালান।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কী দাবি জিতেন্দ্রর? কালেক্টর রুচিকা চৌহান জিতেন্দ্রর সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। জিতেন্দ্র আবার একটি নতুন আবেদন জমা দেন। তাঁর দাবি, তাঁর স্ত্রী থাইরয়েড এবং অন্যান্য গুরুতর রোগে ভুগছেন। তিনি শ্রমিকের কাজ করে সংসার চালান। কিন্তু ২০১৮ সাল থেকে তিনি পিএম আবাস যোজনার জন্য একটি বাড়ির আবেদন করে আসছেন। নিয়ম অনুযায়ী তিনি যোগ্য হলেও তাঁর আবেদন শোনা হয়নি।
advertisement
advertisement