'নিষ্ঠুরতার কোনও সীমা নেই, বোঝাল উন্নাও' প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
Last Updated:
ট্যুইটে তিনি যা লিখেছেন যে নিষ্ঠুরতার কোনও সীমা নেই...
#কলকাতা: উন্নাও ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলছেন যে নিষ্ঠুরতার সব মাত্রা ছাড়িয়ে গেল উন্নাওয়ের ঘটনা৷ এতে রীতিমতো দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী৷ ট্যুইটে তিনি যা লিখেছেন যে নিষ্ঠুরতার কোনও সীমা নেই৷ সত্যিই এই ঘটনা যেন সব নিষ্ঠুরতার সীমা পার করে গিয়েছে৷
advertisement
ক’য়েক মাস আগে ধর্ষিতাকে সামনে পেয়ে তার গায়ে আগুন দেওয়ার ঘটনা নজিরবিহীন৷ ধর্ষণেই লালাসার শেষ হল না, জামিনে মুক্তি পেয়েই নির্যাতিতার ওপর আবার হামলা চালায় অভিযুক্ত৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা নিজে৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে তিনি এই ঘটনা বিচার চেয়েছেন৷ নির্যাতিতার মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু এই ঘটনার দ্রুত বিচার হবে তো? দেশজুড়ে এখন এই প্রশ্নই উঠেছে৷ দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতী৷ অখিলেশ যাদবও একই দাবি এনেছেন৷ অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন যে এই ঘটনায় সকলেই গ্রেফতার হয়েছে এবং মামলা হবে ফাস্টট্র্যাক আদালতে৷
advertisement
Sad. Cruelty has no limitations #Unnao pic.twitter.com/z3H59pzBB5
— Mamata Banerjee (@MamataOfficial) December 7, 2019
হায়দরাবাদের ঘটনার রেশ কাটতে না কাটতেই উন্নাওয়ের ধর্ষিতার গায়ে আগুন দেওয়া হয় এবং তার মৃত্যু হয়৷ এতে দেশজুড়ে ফের মেয়েদের নিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছে সব মহল৷ মেয়ের সঙ্গে ঘটা মর্মান্তিক ঘটনার বিচার চেয়েছেন নির্যাতিতার বাবা৷ তিনি জানিয়েছেন যেভাবে হায়দরাবাদের ঘটনায় এনকাউন্টারে খতম করা হয়েছে ৪ অভিযুক্তকে, সেভাবেই তার ধর্ষকদের গুলি করা হোক৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2019 12:50 PM IST