হোম /খবর /দেশ /
'উন্নাওয়ের নির্যাতিতার বিচার হোক, ধর্ষকের ফাঁসি চাই,' সরব মায়াবতী

'উন্নাওয়ের নির্যাতিতার বিচার হোক, ধর্ষকের ফাঁসি চাই,' সরব মায়াবতী

মেয়েটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএসপি নেত্রী৷

  • Last Updated :
  • Share this:

    #লখনউ: উন্নাওয়ের নির্যাতিতার বিচারের দাবিতে সরব হলেন মায়াবতী৷ যেভাবে অভিযুক্তদের আক্রমণে মৃত্যু হল নির্যাতিতার, তারই প্রতিবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ নির্যাতিতার পরিবারের পাশ দাঁড়িয়ে তিনি ধর্ষিতার সঠিক বিচার চেয়েছেন এবং ধর্ষকদের ফাঁসির শাস্তির দাবি করেছেন৷

    উন্নাওয়ে কয়েক মাস আগে ধর্ষিতার ওপর ফের আক্রমণ করে অভিযুক্ত৷ নির্যাতিতার গায়ে আগুন লাগিয়ে দেয় সে৷ শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল তরুণীর৷ শেষ পর্যন্ত মৃত্যু হল তার৷ এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক৷ মেয়েটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএসপি নেত্রী৷ খুব তাড়াতাড়ি এই ঘটনার বিচার হোক, দোষীরা ফাঁসির সাজা পাক এমনই ট্যুইট করেছেন মায়াবতী৷ বিএসপি নেত্রীর মতে এমন ঘটনা যেন আবার না ঘটে তার আশ্বাস দিতে হবে উত্তরপ্রদেশ সরকারকে৷ ধর্ষণকাণ্ডে আইনও আরও মজবুত করতে হবে, বলছেন তিনি৷ মায়াবতী চান, উন্নাওকাণ্ডে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তদের শাস্তি দিতে হবে যা একটি নিদর্শন হয়ে থাকে৷

    আরও পড়ুন লজ্জা! ধর্ষণের পর শরীরে আগুন, মৃত্যু উন্নাওয়ের নির্যাতিতার

    সব চেষ্টা বৃথা হল৷ ধর্ষকদের অত্যাচারে শরীরের প্রায় ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল৷ মৃত্যুর সঙ্গে চলছিল লড়াই৷ কিন্তু শেষ পর্যন্ত মারাই গেলেন উন্নাওয়ের নির্যাতিতা৷ শুক্রবার রাত ১১.৪০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় তার৷ বৃহষ্পতিবার অগ্নিদগ্ধ অবস্থায় তাকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়৷ তার আগে লখনউয়ে চলছিল তার চিকিৎসা৷

    First published:

    Tags: BSP chief Mayawati, Unnao Rape Case, উন্নাও ধর্ষণ