Mukul Roy: শুনানি প্রায় শেষ, মুকুলের বিধায়ক পদ নিয়ে শিগগিরই মত জানাবেন বিধানসভার অধ্যক্ষ

Last Updated:

মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজের দাবিতে রাজ্য বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Mukul Roy Case Hearing in Assembly)৷

মুকুল রায়৷
মুকুল রায়৷
#কলকাতা: সরাসরি না হলেও কার্যত সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজ হবে না থাকবে, সেই প্রশ্নের নিষ্পত্তি দ্রুত করে ফেলতে চাইছেন রাজ্য বিধানসভার স্পিকারও৷ রাজনৈতিক মহলের অনুমান, সেক্ষেত্রে ফেব্রুয়ারির গোড়াতেই মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে নিজের মতামত জানিয়ে দেবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷
মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজের দাবিতে রাজ্য বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মুকুল রায় দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছেন, এই যু্ক্তিতে তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানানো হয়৷ সেই অভিযোগ নিয়ে এ দিন একাদশ তম শুনানি ডেকেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
সূত্রের খবর, দু' তরফের প্রায় সব বক্তব্যই শোনা হয়ে গিয়েছে অধ্যক্ষের৷ এ দিনও মুকুল রায়ের আইনজীবীরা শুনানিতে হাজির হয়ে দাবি করেছেন, মুকুল রায় দল বদল করেননি৷ আগামী ২৮ জানুয়ারি এর পাল্টা জবাব জমা দেবেন শুভেন্দু অধিকারী৷ সম্ভবত সেদিনই শুনানির শেষ দিন হতে চলেছে৷ তার পরেই নিজের মতামত জানিয়ে দেবেন অধ্যক্ষ৷
advertisement
মুকুল রায়ের আইনজীবী সায়ন্তন দাস এ দিন শুনানির পর বলেন, 'মুকুল রায় বিজেপি-তেই আছেন৷ কোনও দল বদল করেননি৷ স্পিকারের শুনানিতে আজকে আবারও সেকথাই জানিয়েছি৷ ফলে দলত্যাগের প্রশ্নই উঠছে না৷'
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, 'আমি যা বলার রায়েই বলব৷ দু' পক্ষই গুরুত্ব সহকারে শুনানিতে অংশ নিয়েছে৷ তথ্যপ্রমাণও জমা দিয়েছে৷ দীর্ঘ রায় দিতে হবে৷ তবে আমি আর এ বিষয়টি প্রলম্বিত করতে চাইছি না৷ নির্দিষ্ট সময়ের মধ্যেই অভিযোগের নিষ্পত্তি করে দেব৷'
advertisement
প্রসঙ্গত, কয়েক দিন আগেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলায় সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিষয়টি নিজের মত জানিয়ে দেবেন বলে তারা আশা করছে৷ শীর্ষ আদালতের এই মন্তব্যের পরই সম্ভবত বিষয়টি নিয়ে আরও তৎপর হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ৷
advertisement
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য বলেন, 'রাজ্য বিধানসভার অধ্যক্ষ কী রায় দিলেন, সে বিষয়ে আমার খুব একটা উৎসাহ নেই৷ আমরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছি৷ সেখানে আমরা যা প্রমাণ করার করব৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mukul Roy: শুনানি প্রায় শেষ, মুকুলের বিধায়ক পদ নিয়ে শিগগিরই মত জানাবেন বিধানসভার অধ্যক্ষ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement