#পানাজি: গোয়া বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election 2022) জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস৷ এ দিন গোয়ার চল্লিশটি আসনের মধ্যে এগারোটি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল (TMC Candidate List for Goa)৷ প্রথম দফার তালিকাতেই রয়েছে লুইজিনহো ফেলেইরো এবং চার্চিল আলেমাও-এর মতো গোয়া রাজনীতির অভিজ্ঞ এবং পরিচিত নেতাদের নাম৷ এর পাশাপাশি গোয়া তৃণমূলের সভাপতি কান্দোলকর কিরণকেও প্রার্থী করা হয়েছে৷
আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন৷ গোয়া দখলের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে তৃণমূল৷ ইতিমধ্যেই গোয়ায় এমজিপি-র সঙ্গে জোটও করেছে তৃণমূল৷ তৃণমূল সূত্রে খবর, গোয়ায় চল্লিশটির মধ্যে তিরিশটিরও বেশি আসনে প্রার্থী দেবে তারা৷
আরও পড়ুন: লখনউ, বেনারসে প্রচারে মমতা! উত্তর প্রদেশ নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের
এ দিন তৃণমূলের তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নিঃসন্দেহে সবথেকে বড় নাম লুইজিনহো ফেলেইরো৷ রাজ্যের দু' বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেইরো কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ তার পরে তাঁকে রাজ্যসভার সাংসদও করেছে তৃণমূল৷ এবার গোয়া নির্বাচনে ভাল ফল করার জন্য প্রবীণ এই রাজীনিতকের উপরেই অনেকটা ভরসা করছে তৃণমূল নেতৃত্ব৷ ফতোরদা থেকে প্রার্থী করা হয়েছে লুইজিনহো ফেলেইরোকে৷ গোয়ায় তৃণমূলের আর এক ভরসার নাম চার্চিল আলেমাও৷
আরও পড়ুন: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী বিকিনি গার্ল অর্চনা
কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি৷ বেনৌলিম থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে৷ চার্চিল আলেমাওয়ের মেয়ে এবং চার্চিল ব্রাদার্স ফুটবল দলের কর্ত্রী ভালাঙ্কা আলেমাওকে নাভেলিম থেকে প্রার্থী করা হয়েছে৷
ফতোরদা কেন্দ্রে যেখানে লুইজিনহো ফেলেইরোকে প্রার্থী করা হয়েছে, সেখানে বর্তমান বিধায়ক রয়েছেন বিজয় সরদেশাই । গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা । মমতার সঙ্গে দেখা করেছিলেন । জোটের বিষয়ে আলোচনাও এগোয় । এরপর জোট প্রক্রিয়া ভেস্তে যায় । গোয়া ফরওয়ার্ড পার্টি এখন কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে।
এ দিনই গোয়া তৃণমূলের নতুন সাংগঠিনক কমিটির পদাধিকারীদের নামও প্রকাশ করা হয়েছে৷ সেই তালিকা অনুযায়ী গোয়া তৃণমূলের নতুন সভাপতি হয়েছেন কান্দোলকর কিরণ৷ তাঁকে আলদোনা কেন্দ্র থেকে প্রার্থী করেছে দল৷ তৃণমূল সূত্রে খবর, দ্বিতীয় দফার প্রার্থী তালিকাও খুব শিগগিরই প্রকাশ করা হবে৷ সেই তালিকাতেও বেশ কিছু চমক থাকতে পারে বলেই খবর৷
তৃণমূল সূত্রে খবর, প্রথম দফায় যে প্রার্থীদের নাম ঘোষণা করা হল, তাঁদের নিয়ে আগামিকাল থেকেই প্রচার শুরু হয়ে যাবে৷ এই মুহূর্তে গোয়াতেই রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
গোয়ায় একদিকে যেমন বিজেপি-কে ক্ষমতা থেকে সরানোর কঠিন চ্যালেঞ্জ রয়েছে তৃণমূলের সামনে, তেমনই গোয়া দখলের প্রশ্নে তৃণমূলের সামনে প্রতিপক্ষ হিসেবে থাকছে কংগ্রেস, আপ, শিবসেনার মতো দলগুলিও৷ ফলে চল্লিশ আসনের গোয়া নির্বাচনে এবার সবমিলিয়ে টান টান লড়াই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।