Mamata Banerjee meeting with Kiranmay Nanda: লখনউ, বেনারসে প্রচারে মমতা! উত্তর প্রদেশ নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কিরণময় নন্দ জানিয়েছেন, উত্তর প্রদেশ নির্বাচনে কোনও আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে না বলে তাঁকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee meeting with Kiranmay Nanda)৷
#কলকাতা: নির্বাচনী প্রচারে উত্তর প্রদেশ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আগামী ৮ ফেব্রুয়ারি লখনউতে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে যৌথ ভার্চুয়াল সভা এবং করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পাশাপাশি নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বেনারসেও একই ভাবে অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়াল সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী৷ তবে সেই সভার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি৷ এ দিন কালীঘাটে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন সমাজাবাদী পার্টির নেতা কিরণময় নন্দ (Mamata Banerjee meeting with Kiranmay Nanda)৷
পাশাপাশি কিরণময় নন্দ জানিয়েছেন, উত্তর প্রদেশ নির্বাচনে (Uttar Pradesh Elections 2022) কোনও আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে না বলে তাঁকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তর প্রদেশের সব আসনেই সপা-কে সমর্থন করবে তৃণমূল৷ ঠিক যেভাবে বাংলার নির্বাচনে তৃণমূলকে সমর্থন জানিয়েছিল সমাজবাদী পার্টি৷ কিরণময় নন্দ জানিয়েছেন, গত পরশু দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে অখিলেশ যাদবের৷
advertisement
advertisement
তৃণমূলনেত্রীর সঙ্গে বৈঠকের পর কিরণময় নন্দ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এখন শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, শুধু তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন, বাংলায় ২০২১ সালের নির্বাচনের পর তিনি বিজেপি-র বিরুদ্ধে জাতীয় মুখ হয়ে উঠেছেন৷ আমরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-কে একসঙ্গে হারাতে চাই, মানুষকে এই বার্তা দেওয়াই লক্ষ্য৷ '
advertisement
কিরণময় নন্দ আরও জানিয়েছেন, 'সারা দেশের মানুষ উত্তর প্রদেশ নির্বাচনের দিকে তাকিয়ে আছে৷ বিজেপি-কে শুধু পরাজিত করাই নয়, পর্যুদস্ত করাই লক্ষ্য৷ উত্তর প্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমাজবাদী পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে৷ ২০২১ সালে বাংলার নির্বাতনে মমতার সাফল্যে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে৷ তিনি উত্তর প্রদেশে প্রচারে গেলে আমাদের কর্মীরা তো বটেই, উত্তর প্রদেশে বিজেপি বিরোধী বিপুল সংখ্যক মানুষও উদ্বুদ্ধ হবেন৷'
advertisement
কিরণময় নন্দ অভিযোগ করেন, বিজেপি-র অঙ্গুলি হেলনেই নির্বাচন কমিশন উত্তর প্রদেশে সমস্ত সভা বন্ধ করে দিয়েছে৷ লখনউতে সমাজবাদী পার্টির সদর দফতরও পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে৷ সেই কারণেই এবার উত্তর প্রদেশে ভার্চুয়াল প্রচার করতে হচ্ছে৷ তবে বেনারসের ভার্চুয়াল সভা কবে হবে, তা পরে ঠিক হবে বলে জানিয়েছেন কিরণময় নন্দ৷
advertisement
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে উত্তর প্রদেশে নির্বাচন শুরু হচ্ছে৷ তার ঠিক আগেই সেখানে প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ লখনউতে অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়াল সভার পর যৌথ সাংবাদিক বৈঠকও করবেন তৃণমূলনেত্রী৷
তৃণমূল কংগ্রেস বরাবরই বলে এসেছে, যে রাজ্যে বিজেপি-র বিরুদ্ধে যারা শক্তিশালী, তাদেরকেই সমর্থন করবে তারা৷ উত্তর প্রদেশ নির্বাচনেও নিজেরা না লড়ে সেই বার্তাই দিল তৃণমূল৷ যা ২০২৪-এ বিরোধী জোটকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূলের বড় বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 18, 2022 5:30 PM IST

