Uttar Pradesh Assembly Elections: যোগীর চাপেই এবার ভোটে লড়বেন অখিলেশ? আরও জমে গেল উত্তর প্রদেশ নির্বাচন

Last Updated:

অখিলেশ এই মুহূর্তে উত্তর প্রদেশের আজমগড়ের সাংসদ৷ গোপালপুর কেন্দ্রটিও আজমগড়ের মধ্যেই পড়ে (Uttar Pradesh Assembly Elections)৷

ভোটে লড়বেন অখিলেশ৷ Photo- Samajwadi Party/Twitter
ভোটে লড়বেন অখিলেশ৷ Photo- Samajwadi Party/Twitter
#লখনউ: উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Elections) এই প্রথমবার লড়াই করছেন যোগী আদিত্যনাথ৷ এবার একই পথে হেঁটে সম্ভবত উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন অখিলেশ যাদবও৷ সব ঠিক থাকলে আজমগড়ের গোপালপুর কেন্দ্র তেকে ভোটে লড়বেন অখিলেশ Akhilesh Yadav()৷ সেক্ষেত্রে যোগীর মতো তিনিও এই প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷
অখিলেশ এই মুহূর্তে উত্তর প্রদেশের আজমগড়ের সাংসদ৷ গোপালপুর কেন্দ্রটিও আজমগড়ের মধ্যেই পড়ে৷ এর আগে অবশ্য অখিলেশ জানিয়েছিলেন, তিনি নিজে ভোটে লড়তে চান না৷ তার বদলে রাজ্যের প্রতিটি কেন্দ্রে দলের জয় নিশ্চিত করার বিষয় নজর দিতে চান৷
advertisement
advertisement
কিন্তু যোগী আদিত্যনাথ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়াতেই সম্ভবত অখিলেশকেও ভোটে দাঁড়াতে হচ্ছে৷ তা না হলে অখিলেশের বিরুদ্ধে প্রচারের নতুন অস্ত্র পেয়ে যেত বিজেপি৷ পূর্ব উত্তর প্রদেশের গোরক্ষপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন যোগী৷
অখিলেশ অবশ্য জানিয়েছেন, প্রার্থী হওয়ার আগে তিনি নিজের লোকসভা কেন্দ্র আজমগড়ের মানুষের অনুমতি নেবেন৷ সাংবাদিক বৈঠকে অখিলেশ বলেন, 'আগে আমি আজমগড়ের মানুষের অনুমতি নেব৷ তার পরে ভোটে দাঁড়ানোর প্রশ্ন৷'
advertisement
প্রসঙ্গত এ দিনই বিজেপি-তে যোগ দিয়েছে অখিলেশের ভাতৃবধূ অপর্ণা যাদব৷ যা সমাজবাদী পার্টির পক্ষে বড় ধাক্কা বলেই দাবি গেরুয়া শিবিরের৷
এ প্রসঙ্গে অখিলেশ বলেন, 'প্রথমত, আমি তাঁকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই৷ সমাজবাদী আদর্শ যে আরও ছড়িয়ে পড়ছে. এটা ভেবেই আমি খুশি৷ আমার আশা, বিজেপি-র অন্দরেও সমাজবাদী মতাদর্শ ছড়িয়ে পড়বে এবং সংবিধান ও গণতন্ত্র রক্ষা হবে৷' অখিলেশ দাবি করেছিলেন, মুলায়ম সিং যাদব নিজে তাঁর পুত্রবধূকে বিজেপি-তে না যাওয়ার জন্য বুঝিয়েছিলেন৷ কিন্তু তিনি কোনও কথাই শোনেননি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh Assembly Elections: যোগীর চাপেই এবার ভোটে লড়বেন অখিলেশ? আরও জমে গেল উত্তর প্রদেশ নির্বাচন
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement