Mulayam Singh Yadav’s daughter-in-law joins BJP|| উত্তরপ্রদেশে ভোটের আগে বড় ধাক্কা সপা শিবিরে! বিজেপি-তে যোগ মুলায়ম পুত্রবধূ অপর্ণার

Last Updated:

Mulayam Singh Yadav’s daughter-in-law Aparna Yadav joins BJP: বুধবার দিল্লিতে বিজেপি-র সদর দফতরে গিয়ে যোগদান করলেন মুলায়ম যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব।

#নয়াদিল্লি: উত্তর প্রদেশে বিধানসভা ভোটের  (Uttar Pradesh Assembly Elections 2022) আগে গেরুয়া শিবিরে যোগ দিলেন সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদবের পুত্রবধূ।বুধবার দিল্লিতে বিজেপি-র সদর দফতরে গিয়ে যোগদান করলেন মুলায়ম যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিংহের উপস্থিতিতে দলে যোগ দেন অপর্ণা।
নির্বাচনের আগে পর পর কয়েকদিন বিজেপি-কে বড় ধাক্কা দিয়েছে সমাজবাদী পার্টি৷ বিজেপি-র একের পর এক মন্ত্রী, বিধায়ক ইস্তফা দিয়ে যোগ দিয়েছেন অখিলেশ যাদবের দলে৷ তাই এ বার মুলায়ম সিং যাদবের পরিবারেই ভাঙন ধরিয়ে পাল্টা জবাব দিল গেরুয়া শিবির৷ এই ঘটনায় সমাজবাদী পার্টিতে বড়সড় ধাক্কা খেল বলে দাবি বিজেপি নেতৃত্বের।বিজেপি-তে যোগ দেওয়া প্রসঙ্গে অপর্ণা যাদব জানিয়েছেন, ‘আমার কাছে দেশই সবার আগে। আমি দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের সমাদর করি বহুদিন ধরেই।’
advertisement
advertisement
২০১৭ সালে লখনউ ক্যান্টনমেন্ট কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন অপর্ণা৷ বাওয়ারে নামে মহিলাদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা একটি সামাজিক সংগঠনও চালান তিনি৷ সূত্রের খবর, শুধু অপর্ণার যোগদানেই থেমে থাকবে না বিজেপি৷ উত্তর প্রদেশ নির্বাচনের আগে সমাজবাদী পার্টিতে বড়সড় ভাঙন ধরানোর চেষ্টায় রয়েছে তারা৷ গত কয়েকদিনে যোগী মন্ত্রিসভার তিন সদস্য-সহ একাধিক বিজেপি বিধায়ক সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন৷ যার ফলে উত্তর প্রদেশ নির্বাচনে দলিত, ওবিসি-সহ পিছিয়ে পড়া সম্প্রদায়ের সমর্থন বিজেপি কতটা পাবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল৷ অখিলেশ যাদবকে তাই পাল্টা জবাব দিতে মরিয়া হয়ে উঠেছিলেন বিজেপি নেতৃত্ব৷ সেদিন থেকে ধরলে এটাই তাদের প্রথম বড় কোপ, দাবি গেরুয়া শিবিরের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mulayam Singh Yadav’s daughter-in-law joins BJP|| উত্তরপ্রদেশে ভোটের আগে বড় ধাক্কা সপা শিবিরে! বিজেপি-তে যোগ মুলায়ম পুত্রবধূ অপর্ণার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement