Weather Update: কলকাতা থেকে বিদায়ের পথে শীত? বড় আপডেট দিচ্ছে হাওয়া অফিস

Last Updated:

Weather Update: আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি চলে যাবে।

আবহাওয়ার পূর্বাভাস। প্রতীকী ছবি
আবহাওয়ার পূর্বাভাস। প্রতীকী ছবি
কলকাতা: ফের তাপমাত্রা একটু বাড়ল কলকাতার। আগামী কয়েক দিন বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। সপ্তাহভর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ কমবে। আগামী পাঁচ থেকে সাত দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে।
পরবর্তী দু-তিন দিনের পরিস্থিতি একই থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে। উপকূলের জেলাগুলিতে সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে আগামী দুই থেকে তিন দিন একই রকম আবহাওয়া থাকবে। পরের ২-৩ দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। পশ্চিমী ঝঞ্জার জেরে দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় এবং সিকিম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় দিনের বেলায় শীতের আমেজ চলে যাবে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি চলে যাবে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
একটি পশ্চিমী ঝঞ্জা রয়েছে আফগানিস্তান থেকে পাকিস্তানের উপর। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। নতুন করে শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্জা ঢুকবে।
উত্তর-পশ্চিম ভারতের সক্রিয় পশ্চিমী ঝঞ্জা ক্রমশ পূর্বদিকে সরবে এবং আরব সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এর টানে। বৃহস্পতিবার পর্যন্ত এর সক্রিয়তা বজায় থাকবে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে।
advertisement
পশ্চিমী ঝঞ্জার প্রভাবে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস তুষারপাত জম্মু ও কাশ্মীর মুজাফ্ফরাবাদ এবং হিমাচল প্রদেশে। বুধ ও বৃহস্পতিবার উত্তরখণ্ডে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Weather Update: কলকাতা থেকে বিদায়ের পথে শীত? বড় আপডেট দিচ্ছে হাওয়া অফিস
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement